হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন

ছবি
  Facebook  আজ, ৫ই মার্চ, ২০২৪, রাত 9:00 নাগাদ হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন হওয়ার কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। কিছু সম্ভাব্য কারণ: ডেটা সেন্টারে ত্রুটি: ফেসবুকের ডেটা সেন্টারে কোন ত্রুটির কারণে সার্ভার ডাউন হয়ে থাকতে পারে। সাইবার হামলা: ফেসবুক সার্ভারে কোন সাইবার হামলার কারণেও এই সমস্যা হতে পারে। নতুন আপডেটে ত্রুটি: সম্প্রতি ফেসবুকে কোন নতুন আপডেট দেওয়া হয়ে থাকলে, সেই আপডেটে ত্রুটির কারণেও সার্ভার ডাউন হতে পারে। অন্যান্য কারণ: বর্তমান পরিস্থিতি: বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ সমস্যা সমাধানের জন্য কাজ করছে। সার্ভার কখন সম্পূর্ণভাবে ঠিক হবে তা এখনো জানা যায়নি। কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই ফেসবুকে প্রবেশ করতে পারছেন, তবে অনেকে এখনো সমস্যার সম্মুখীন।

মেয়েদের সঙ্গে সম্পর্ক করার আগে জেনে নিন এদের এই বিষয় গুলো

সম্পর্ক টিকিয়ে রাখতে মেয়ে দের বিষয়ে যে জিনিস গুলো জানা প্রয়োজন


মেয়েদের মন বোঝা কঠিন হলেও রাশি অনুযায়ী মেয়েদের স্বভাব চরিত্র যেমন হয়ে থাকে, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি|

অন্যান্য মেষ থেকে কন্যা পর্যন্ত 

তুলা :-
তুলা রাশির মেয়েরা সৌন্দর্যের প্রতীক, এরা ন্যায় পরায়ণ,  নিরপেক্ষতাও এদের চরিত্র দেখা যায়| এরা দাঁড়িপাল্লার মতই ভারসাম্য বজায় রাখতে পারে| কিছুটা চঞ্চল, কিছুটা শান্ত| তুলা রাশির নারীর প্রতি সকল পুরুষের আকর্ষণ বেশি থাকে| এরা সকলের পছন্দের পাত্রী হয়ে থাকে| এদের মধ্যে কখনো কখনো একই সঙ্গে যৌক্তিক বিবেচনা, এবং অযৌক্তিক আবেগ দেখা যায়| কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনেক সময় আবেগের বশে নিয়ে ফেলে এর জন্য তাকে মূল্য চোকাতে হয়| এদের কিছু বোঝাতে গেলে যুক্তি দিয়ে বোঝাতে হবে, তার সঙ্গে তার আবেগের মূল্য দিতে হবে| প্রেমের ক্ষেত্রে এরা অত্যন্ত আবেগপ্রবণ ও একগুঁয়ে প্রকৃতির|
বৃশ্চিক :-
বৃশ্চিক রাশির মেয়েদের মধ্যে লোভনীয় আকর্ষণ সব থেকে বেশি থাকে| প্রকৃতির মত পরিবর্তনশীল তার মেজাজ| এরা অত্যন্ত আত্মবিশ্বাসী উৎসাহী, এবং তেজস্বিনী যেকোনো পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়| এদের আচরণ একেবারে সোজা সাপটা| এদের কখনোই অবহেলা করবেন না, এদের অবহেলা করে চটিয়ে দিলে, নিজের পরের জ্ঞান থাকে না ফলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে| সবকিছু মিলিয়ে এদের মধ্যে একটা চাপা সৌন্দর্য দেখা যায়| এদের মন অত্যন্ত জটিল তাই প্রেমের ক্ষেত্রেও এরা প্রতুত্তর দিতে সব সময় তৈরি থাকেন| এদের মন বোঝা খুবই মুশকিল, এদের মন যদি কেউ বুঝতে পারেন তাহলে নিজেকে ভাগ্যবান মনে করবেন|

অন্যান্য এই ছয় রাশির পুরুষদের চিনে বন্ধুত্ব করুন

ধনু :-
ধনু রাশির মেয়েদের মধ্যে সততার ভাব তাদের চরিত্রে ফুটে ওঠে| এরা সত্যের পথে চলে এবং সত্যের খোঁজ করে থাকেন|এদের মধ্যে কিছু অদ্ভুত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, এরা জীবনে অনেক রকম বৈচিত্র্য অভিজ্ঞতা লাভ করে থাকে| এবং সেই অভিজ্ঞতা তার কাছে অনেক মূল্যবান|এদের স্বাধীনচেতা স্বতঃস্ফূর্ত গভীর ব্যক্তিত্ব অনেক মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে| এরা প্রচলিত রীতিনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না প্রয়োজনে প্রচলিত রীতিনীতি ভেঙে নতুন রীতিনীতি তৈরি করে নেবে| এদের উদ্দেশ্য সৎ, প্রেমের ক্ষেত্রেও এরা সততা বজায় রাখে| এরা জ্ঞানী হলেও অত্যন্ত আবেগী সে কারণে কিছু মেয়েদের প্রতারণার শিকার হতে হয়|


মকর :- 
মকর রাশির মেয়েরা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী| সবসময় নেতৃত্ব দেওয়ার মনোভাব এদের মধ্যে দেখা যায়| এই নেতৃত্ব দেওয়ার মনোভাব, এদের সফলতা অর্জন করতে সাহায্য করে| সাফল্য অর্জনের পথে এরা কোন বাধাই সহ্য করে না, তাহলে সেই বাধা ভেঙে চুরমার করে দেবে| সুতরাং এদের বিরোধিতা কখনোই করতে যাবেন না তাহলে আপনাকে ত্যাগ করতে একটুও দ্বিধাবোধ করবে না| মকর রাশির মেয়েরা অত্যন্ত প্রকৃতির হয়ে থাকে| এরা একগুঁয়ে হলেও ঠান্ডা মেজাজি, অর্থাৎ মেজাজ ঠান্ডা রেখেই আপনার সঙ্গে মোকাবেলা করে যাবে, সেই কারণে হেরে যাওয়ার সম্ভাবনা কম থাকে| এদের সঙ্গে প্রেম করতে হলে এদের মত মতোই চলতে হবে, কখনো এদের বিরোধিতা করতে হলেও সেই সম্পর্কে আগে থেকেই যথেষ্ট যুক্তি সংগ্রহ করে রাখতে হবে|

অন্যান্য পন্ডিত শীলা রুপা গোস্বামী যে বিষয়গুলোর অভাব মানুষের মধ্যে লক্ষ্য করেছিলেন|

কুম্ভ :-
নিশ্চয়ই জানেন বাতাসের কতগুলো রূপ হতে পারে? এই বাতাসকে কখনও হাতের মুঠোয় ধরে রাখা সম্ভব? তেমনি কুম্ভ রাশির মেয়েদের কোন রকম কোন হলে আটকানো অ-সম্ভব বললেই চলে| এদের চরিত্রও বোঝা অসম্ভব, কারণ আপনি এদের সম্বন্ধে যেমনই ধারণা করেন না কেন সেই ধারণাকে মুহুর্তের মধ্যে ভুল প্রমাণ করে দেবে| তবুও এত কিছুর মধ্যে এরা হলেন একজন চমৎকার নারী| অনেক ক্ষেত্রেই এরা সমাজ সেবার কাজ করে থাকেন| জীবনের প্রতি, তাদের মনোভাব ইতিবাচক| এরা নিজের সিদ্ধান্তে চলতে ভালোবাসে, অন্যের উপদেশ শুনতে মোটেই পছন্দ করে না| কিন্তু অন্যের প্রয়োজনে এরা সাহায্য করে থাকে এবং কার্যকরী উপদেশ দিয়ে থাকে| এরা ভ্রমণশীল প্রকৃতির, নতুনত্বের প্রতি এদের ঝোঁক থাকলেও সেই সঙ্গে পুরোনোর প্রতি আকর্ষণ থাকে| প্রেমের ক্ষেত্রে এরা সঙ্গীর জ্ঞান উপদেশ শুনতে পছন্দ করে না বিরক্তিবোধ মনে করে|

মীন :-
মীন রাশির মেয়েদের মধ্যে এক অদ্ভুত রহস্য লুকিয়ে থাকে| এদের দেখতে রোমান্টিক, এবং প্রাণবন্ত, কিন্তু এদের ভিতর একেবারেই অন্য ধরনের ব্যক্তিত্ব লুকিয়ে থাকে| যেমন দেখা যায় আসলে তেমন হয় না| এরা অত্যন্ত আবেগপ্রবণ স্পর্শ কাতর, কিন্তু আবেগ সকলের সামনে প্রকাশ করে না| এরা আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন, সৃজনশীল প্রকৃতির সব কিছু প্রতি তার দয়া দৃষ্টি থাকে| এরা যেমন বাস্তবে মিলে যেতে পারে, তেমনি নিজের কল্পনায় হারিয়ে যেতে পারে, নিজের আবেগ লুকিয়ে দুঃখকে আড়াল করতে পারে| এদের সহনশীলতা প্রচুর তাই পরিস্থিতির সকল কষ্টই এদের সহ্য করে নিতে হয়| প্রেমের ক্ষেত্রে এরা খুব সংবেদনশীল|

অন্যান্য করতলে অর্ধচন্দ্র রেখা থাকলে অবশ্যই জেনে নিন

Astrolger and palmist 
Dr. Prodyut Acharya
Contact +91 9333122768 

মন্তব্যসমূহ

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,
Online Astrology service and Palm reading, best Astrologer and palmist in india

অন্যান্য পোস্ট দেখতে এখানে ক্লিক করুন

আরও দেখান

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রধানমন্ত্রীর ডাকে প্রদীপ, মোমবাতি, জ্বালানোর সাথে উচ্চারণ করুন, সনাতনের আদি শব্দ "ওঁম"

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শিব পুজো করার আগে জেনে নিন শিবলিঙ্গ কি?

পৃষ্ঠাসমূহ