সম্পর্ক টিকিয়ে রাখতে মেয়ে দের বিষয়ে যে জিনিস গুলো জানা প্রয়োজন
মেয়েদের মন বোঝা কঠিন হলেও রাশি অনুযায়ী মেয়েদের স্বভাব চরিত্র যেমন হয়ে থাকে, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি|
অন্যান্য
মেষ থেকে কন্যা পর্যন্ত
তুলা :-
তুলা রাশির মেয়েরা সৌন্দর্যের প্রতীক, এরা ন্যায় পরায়ণ, নিরপেক্ষতাও এদের চরিত্র দেখা যায়| এরা দাঁড়িপাল্লার মতই ভারসাম্য বজায় রাখতে পারে| কিছুটা চঞ্চল, কিছুটা শান্ত| তুলা রাশির নারীর প্রতি সকল পুরুষের আকর্ষণ বেশি থাকে| এরা সকলের পছন্দের পাত্রী হয়ে থাকে| এদের মধ্যে কখনো কখনো একই সঙ্গে যৌক্তিক বিবেচনা, এবং অযৌক্তিক আবেগ দেখা যায়| কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনেক সময় আবেগের বশে নিয়ে ফেলে এর জন্য তাকে মূল্য চোকাতে হয়| এদের কিছু বোঝাতে গেলে যুক্তি দিয়ে বোঝাতে হবে, তার সঙ্গে তার আবেগের মূল্য দিতে হবে| প্রেমের ক্ষেত্রে এরা অত্যন্ত আবেগপ্রবণ ও একগুঁয়ে প্রকৃতির|
বৃশ্চিক :-
বৃশ্চিক রাশির মেয়েদের মধ্যে লোভনীয় আকর্ষণ সব থেকে বেশি থাকে| প্রকৃতির মত পরিবর্তনশীল তার মেজাজ| এরা অত্যন্ত আত্মবিশ্বাসী উৎসাহী, এবং তেজস্বিনী যেকোনো পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়| এদের আচরণ একেবারে সোজা সাপটা| এদের কখনোই অবহেলা করবেন না, এদের অবহেলা করে চটিয়ে দিলে, নিজের পরের জ্ঞান থাকে না ফলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে| সবকিছু মিলিয়ে এদের মধ্যে একটা চাপা সৌন্দর্য দেখা যায়| এদের মন অত্যন্ত জটিল তাই প্রেমের ক্ষেত্রেও এরা প্রতুত্তর দিতে সব সময় তৈরি থাকেন| এদের মন বোঝা খুবই মুশকিল, এদের মন যদি কেউ বুঝতে পারেন তাহলে নিজেকে ভাগ্যবান মনে করবেন|
অন্যান্য
এই ছয় রাশির পুরুষদের চিনে বন্ধুত্ব করুন
ধনু :-
ধনু রাশির মেয়েদের মধ্যে সততার ভাব তাদের চরিত্রে ফুটে ওঠে| এরা সত্যের পথে চলে এবং সত্যের খোঁজ করে থাকেন|এদের মধ্যে কিছু অদ্ভুত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, এরা জীবনে অনেক রকম বৈচিত্র্য অভিজ্ঞতা লাভ করে থাকে| এবং সেই অভিজ্ঞতা তার কাছে অনেক মূল্যবান|এদের স্বাধীনচেতা স্বতঃস্ফূর্ত গভীর ব্যক্তিত্ব অনেক মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে| এরা প্রচলিত রীতিনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না প্রয়োজনে প্রচলিত রীতিনীতি ভেঙে নতুন রীতিনীতি তৈরি করে নেবে| এদের উদ্দেশ্য সৎ, প্রেমের ক্ষেত্রেও এরা সততা বজায় রাখে| এরা জ্ঞানী হলেও অত্যন্ত আবেগী সে কারণে কিছু মেয়েদের প্রতারণার শিকার হতে হয়|
মকর :-
মকর রাশির মেয়েরা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী| সবসময় নেতৃত্ব দেওয়ার মনোভাব এদের মধ্যে দেখা যায়| এই নেতৃত্ব দেওয়ার মনোভাব, এদের সফলতা অর্জন করতে সাহায্য করে| সাফল্য অর্জনের পথে এরা কোন বাধাই সহ্য করে না, তাহলে সেই বাধা ভেঙে চুরমার করে দেবে| সুতরাং এদের বিরোধিতা কখনোই করতে যাবেন না তাহলে আপনাকে ত্যাগ করতে একটুও দ্বিধাবোধ করবে না| মকর রাশির মেয়েরা অত্যন্ত প্রকৃতির হয়ে থাকে| এরা একগুঁয়ে হলেও ঠান্ডা মেজাজি, অর্থাৎ মেজাজ ঠান্ডা রেখেই আপনার সঙ্গে মোকাবেলা করে যাবে, সেই কারণে হেরে যাওয়ার সম্ভাবনা কম থাকে| এদের সঙ্গে প্রেম করতে হলে এদের মত মতোই চলতে হবে, কখনো এদের বিরোধিতা করতে হলেও সেই সম্পর্কে আগে থেকেই যথেষ্ট যুক্তি সংগ্রহ করে রাখতে হবে|
অন্যান্য
পন্ডিত শীলা রুপা গোস্বামী যে বিষয়গুলোর অভাব মানুষের মধ্যে লক্ষ্য করেছিলেন|
কুম্ভ :-
নিশ্চয়ই জানেন বাতাসের কতগুলো রূপ হতে পারে? এই বাতাসকে কখনও হাতের মুঠোয় ধরে রাখা সম্ভব? তেমনি কুম্ভ রাশির মেয়েদের কোন রকম কোন হলে আটকানো অ-সম্ভব বললেই চলে| এদের চরিত্রও বোঝা অসম্ভব, কারণ আপনি এদের সম্বন্ধে যেমনই ধারণা করেন না কেন সেই ধারণাকে মুহুর্তের মধ্যে ভুল প্রমাণ করে দেবে| তবুও এত কিছুর মধ্যে এরা হলেন একজন চমৎকার নারী| অনেক ক্ষেত্রেই এরা সমাজ সেবার কাজ করে থাকেন| জীবনের প্রতি, তাদের মনোভাব ইতিবাচক| এরা নিজের সিদ্ধান্তে চলতে ভালোবাসে, অন্যের উপদেশ শুনতে মোটেই পছন্দ করে না| কিন্তু অন্যের প্রয়োজনে এরা সাহায্য করে থাকে এবং কার্যকরী উপদেশ দিয়ে থাকে| এরা ভ্রমণশীল প্রকৃতির, নতুনত্বের প্রতি এদের ঝোঁক থাকলেও সেই সঙ্গে পুরোনোর প্রতি আকর্ষণ থাকে| প্রেমের ক্ষেত্রে এরা সঙ্গীর জ্ঞান উপদেশ শুনতে পছন্দ করে না বিরক্তিবোধ মনে করে|
মীন :-
মীন রাশির মেয়েদের মধ্যে এক অদ্ভুত রহস্য লুকিয়ে থাকে| এদের দেখতে রোমান্টিক, এবং প্রাণবন্ত, কিন্তু এদের ভিতর একেবারেই অন্য ধরনের ব্যক্তিত্ব লুকিয়ে থাকে| যেমন দেখা যায় আসলে তেমন হয় না| এরা অত্যন্ত আবেগপ্রবণ স্পর্শ কাতর, কিন্তু আবেগ সকলের সামনে প্রকাশ করে না| এরা আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন, সৃজনশীল প্রকৃতির সব কিছু প্রতি তার দয়া দৃষ্টি থাকে| এরা যেমন বাস্তবে মিলে যেতে পারে, তেমনি নিজের কল্পনায় হারিয়ে যেতে পারে, নিজের আবেগ লুকিয়ে দুঃখকে আড়াল করতে পারে| এদের সহনশীলতা প্রচুর তাই পরিস্থিতির সকল কষ্টই এদের সহ্য করে নিতে হয়| প্রেমের ক্ষেত্রে এরা খুব সংবেদনশীল|
অন্যান্য
করতলে অর্ধচন্দ্র রেখা থাকলে অবশ্যই জেনে নিন
Astrolger and palmist
Dr. Prodyut Acharya
Contact +91 9333122768
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন