হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন

ছবি
  Facebook  আজ, ৫ই মার্চ, ২০২৪, রাত 9:00 নাগাদ হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন হওয়ার কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। কিছু সম্ভাব্য কারণ: ডেটা সেন্টারে ত্রুটি: ফেসবুকের ডেটা সেন্টারে কোন ত্রুটির কারণে সার্ভার ডাউন হয়ে থাকতে পারে। সাইবার হামলা: ফেসবুক সার্ভারে কোন সাইবার হামলার কারণেও এই সমস্যা হতে পারে। নতুন আপডেটে ত্রুটি: সম্প্রতি ফেসবুকে কোন নতুন আপডেট দেওয়া হয়ে থাকলে, সেই আপডেটে ত্রুটির কারণেও সার্ভার ডাউন হতে পারে। অন্যান্য কারণ: বর্তমান পরিস্থিতি: বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ সমস্যা সমাধানের জন্য কাজ করছে। সার্ভার কখন সম্পূর্ণভাবে ঠিক হবে তা এখনো জানা যায়নি। কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই ফেসবুকে প্রবেশ করতে পারছেন, তবে অনেকে এখনো সমস্যার সম্মুখীন।

মাঘ মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতির হয়

makar rashi 

রাশি চক্রের দশম রাশি মকর রাশি, মকর রাশিতে যখন রবি প্রবেশ করে তখন মাঘ মাসের শুরু হয়|
মানুষের জন্ম সময় রবির অবস্থান অনুযায়ী মানুষের স্বভাব চরিত্র, প্রকৃতি ও বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে ভাগ্য সম্পর্কে কিছুটা আভাস পাওয়া যায় |

মাঘ মাসে যেসব জাতক-জাতিকাদের জন্ম তারা একটু আত্ম অভিমানী প্রকৃতির হয় মান যশ প্রতিষ্ঠার ইচ্ছা এদের মনে সব সময় থাকে| এরা অত্যন্ত পরিশ্রমী হয় এবং সাবধানতা সহকারে আস্তে আস্তে সমস্ত কাজে পা বাড়ায়| এদের দৃঢ় ইচ্ছাশক্তির কারণে অনেক অসাধ্য কাজ সাধন করতে পারে| এরা নিজেদের মান, যশ, প্রতিষ্ঠা, লাভের জন্য অত্যন্ত পরিশ্রম করতে প্রস্তুত থাকে| এদের মধ্যে দায়িত্ববোধ অত্যন্ত বেশি যদি কোন দুষ্কর কাজ ও এদের উপর ভার দেওয়া হয় তা হলেও এরা ধৈর্য ও নিষ্ঠা সহকারে সেই কাজ সুসম্পন্ন করে তোলে| এরা দায়িত্বপূর্ণ উচ্চ পদের যোগ্য মানুষ| এই মাসে জন্ম বহু মানুষ বহু দায়িত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন| এরা কখনোই বিনা কারণে খরচ করতে রাজি না তাই অন্যের চোখে কৃপণ হয়ে থাকে, সঞ্চয় করা এদের একটি স্বভাবের মধ্যে পড়ে| এরা যথেষ্ট পরিশ্রম ও দৃঢ়
 ইচ্ছাশক্তি থাকলেও মাঝে মাঝে নৈরাশ্য বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বিচলিত হয়ে থাকে, কার্যক্ষেত্রে অনেক সময় নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে| এরা বেশ চিন্তাশীল ও কোন না কোন বিষয়ে সম্মানিত হইয়া থাকে| এদের মধ্যে উচ্চাভিলাষ প্রবল আকারে এবং উন্নত চিন্তাশক্তি থাকার কারণে এরা উচ্চ আদর্শ অনুযায়ী নিজের কর্ম ধারাকে পরিচালনা করার চেষ্টা করে| অর্থাৎ ব্যক্তিগত স্বাধীনতা অনুযায়ী কাজ করতে চায়, নিজেদের কাজে অন্য কারো হস্তক্ষেপ পছন্দ করে না, আর যেখানে নিজের স্বার্থ লুকিয়ে থাকে এরা সেখানে খুব সতর্ক থাকে| এরা বেশ ধার্মিক হতে পারে ধর্মের ও সাধনার প্রতি এদের আকর্ষণ থাকতে পারে, আবার অনেক সময় এরা ধর্মের গোঁড়ামি অথবা অন্ধ বিশ্বাসী হয়ে উঠতে পারে| অন্যের উপকার করার ইচ্ছা বা মানসিকতা এদের মধ্যে থাকে, সেই কারণে সমাজসেবা বা দেশের উপকার হয় সেই ধরনের কাজে যুক্ত হতে পারে| এদের দেখে কঠিন হৃদয়ের মানুষ বলে মনে হয় কিন্তু আসলে তারা হৃদয়বান মানুষ| এদের মধ্যে অন্যের দুঃখ কষ্টকে অনুভব করার ক্ষমতা যথেষ্ট পরিমাণে আছে তবুও নিজের মনের ভাব সহজে বাইরে প্রকাশ করতে চায় না| এদের মধ্যে প্রতিভা থাকলেও অনেকে তা বুঝতে পারে না, তাই সকলে এদের উপযুক্ত সম্মান দেখায় না| এদের মধ্যে কর্ম ক্ষমতা যথেষ্ট থাকলেও যখনই নিজের জন্য বড় ধরনের কিছু করতে যায়, তখনই এদের আত্মবিশ্বাসের অভাব দেখা যায়, তখন এদের উৎসাহের অভাব হয়| তাই এদের ভাগ্যকে বিশেষ সৌভাগ্যশালী বলা যায় না|
 নিজের চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে ধীরে ধীরে উন্নতি করতে হবে| প্রথম জীবনে পরিশ্রম অনুযায়ী সফলতা আসবে না কিন্তু ধৈর্য সহকারে কর্মে লেগে থাকার প্রবণতা থাকলে মধ্যবয়সের থেকে উন্নতি হবে| জীবনে অনেক সমস্যার মধ্যে দিয়েই নিজেকে রাস্তা তৈরি করে নিতে হবে| এরা দরিদ্র হলেও এদের নিজের উপর গর্ভ থাকে| এরা কৃষিকাজ বা ভূমি সংক্রান্ত কর্মে, কোন প্রতিষ্ঠানের উচ্চপদে বা পরিচালনার কাজে, সমাজ সংস্কার, সরকারি কোন উচ্চপদ, গবেষণা, বৈজ্ঞানিক আবিষ্কার, রসায়ন, ইত্যাদি কাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে| এদের দায়িত্ববোধ বেশি থাকার কারণে যে কোনো উচ্চ পদে এরা উপযুক্ত হয়ে থাকে| এদের বহু মানুষের সঙ্গে পরিচয় থাকলেও বন্ধু সংখ্যা কম থাকবে| বিবাহ নিয়ে এদের মনে চিন্তা কম থাকে তাই জাতকের বিবাহিত জীবন খুব ভালো বা খুব খারাপ কাটে না| মানসিক অবসাদ বা দুশ্চিন্তা জাতককে রোগগ্রস্ত করে তুলতে পারে, তাই জাতকের সব সময় মনকে খুশী রাখতে চেষ্টা করতে হবে, স্থান পরিবর্তনে জাতকের স্বাস্থ্য উন্নতি হবে| এছাড়াও জাতকের দাত, কান, পাকস্থলি, রক্ত সঞ্চালনে বাধা, স্নায়ুবিক রোগ, ইত্যাদি রোগ হওয়ার সম্ভাবনা থাকে| এছাড়াও পায়ের হাঁটুতে আঘাত বা অন্য কোনো সমস্যা হতে পারে| এই বিষয়গুলোতে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন|
আজকের লেখা এই পর্যন্তই|
নমস্কার


মন্তব্যসমূহ

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,
Online Astrology service and Palm reading, best Astrologer and palmist in india

অন্যান্য পোস্ট দেখতে এখানে ক্লিক করুন

আরও দেখান

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রধানমন্ত্রীর ডাকে প্রদীপ, মোমবাতি, জ্বালানোর সাথে উচ্চারণ করুন, সনাতনের আদি শব্দ "ওঁম"

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শিব পুজো করার আগে জেনে নিন শিবলিঙ্গ কি?

পৃষ্ঠাসমূহ