মাঘ মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতির হয়
![]() |
makar rashi |
মানুষের জন্ম সময় রবির অবস্থান অনুযায়ী মানুষের স্বভাব চরিত্র, প্রকৃতি ও বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে ভাগ্য সম্পর্কে কিছুটা আভাস পাওয়া যায় |
মাঘ মাসে যেসব জাতক-জাতিকাদের জন্ম তারা একটু আত্ম অভিমানী প্রকৃতির হয় মান যশ প্রতিষ্ঠার ইচ্ছা এদের মনে সব সময় থাকে| এরা অত্যন্ত পরিশ্রমী হয় এবং সাবধানতা সহকারে আস্তে আস্তে সমস্ত কাজে পা বাড়ায়| এদের দৃঢ় ইচ্ছাশক্তির কারণে অনেক অসাধ্য কাজ সাধন করতে পারে| এরা নিজেদের মান, যশ, প্রতিষ্ঠা, লাভের জন্য অত্যন্ত পরিশ্রম করতে প্রস্তুত থাকে| এদের মধ্যে দায়িত্ববোধ অত্যন্ত বেশি যদি কোন দুষ্কর কাজ ও এদের উপর ভার দেওয়া হয় তা হলেও এরা ধৈর্য ও নিষ্ঠা সহকারে সেই কাজ সুসম্পন্ন করে তোলে| এরা দায়িত্বপূর্ণ উচ্চ পদের যোগ্য মানুষ| এই মাসে জন্ম বহু মানুষ বহু দায়িত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন| এরা কখনোই বিনা কারণে খরচ করতে রাজি না তাই অন্যের চোখে কৃপণ হয়ে থাকে, সঞ্চয় করা এদের একটি স্বভাবের মধ্যে পড়ে| এরা যথেষ্ট পরিশ্রম ও দৃঢ়
ইচ্ছাশক্তি থাকলেও মাঝে মাঝে নৈরাশ্য বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বিচলিত হয়ে থাকে, কার্যক্ষেত্রে অনেক সময় নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে| এরা বেশ চিন্তাশীল ও কোন না কোন বিষয়ে সম্মানিত হইয়া থাকে| এদের মধ্যে উচ্চাভিলাষ প্রবল আকারে এবং উন্নত চিন্তাশক্তি থাকার কারণে এরা উচ্চ আদর্শ অনুযায়ী নিজের কর্ম ধারাকে পরিচালনা করার চেষ্টা করে| অর্থাৎ ব্যক্তিগত স্বাধীনতা অনুযায়ী কাজ করতে চায়, নিজেদের কাজে অন্য কারো হস্তক্ষেপ পছন্দ করে না, আর যেখানে নিজের স্বার্থ লুকিয়ে থাকে এরা সেখানে খুব সতর্ক থাকে| এরা বেশ ধার্মিক হতে পারে ধর্মের ও সাধনার প্রতি এদের আকর্ষণ থাকতে পারে, আবার অনেক সময় এরা ধর্মের গোঁড়ামি অথবা অন্ধ বিশ্বাসী হয়ে উঠতে পারে| অন্যের উপকার করার ইচ্ছা বা মানসিকতা এদের মধ্যে থাকে, সেই কারণে সমাজসেবা বা দেশের উপকার হয় সেই ধরনের কাজে যুক্ত হতে পারে| এদের দেখে কঠিন হৃদয়ের মানুষ বলে মনে হয় কিন্তু আসলে তারা হৃদয়বান মানুষ| এদের মধ্যে অন্যের দুঃখ কষ্টকে অনুভব করার ক্ষমতা যথেষ্ট পরিমাণে আছে তবুও নিজের মনের ভাব সহজে বাইরে প্রকাশ করতে চায় না| এদের মধ্যে প্রতিভা থাকলেও অনেকে তা বুঝতে পারে না, তাই সকলে এদের উপযুক্ত সম্মান দেখায় না| এদের মধ্যে কর্ম ক্ষমতা যথেষ্ট থাকলেও যখনই নিজের জন্য বড় ধরনের কিছু করতে যায়, তখনই এদের আত্মবিশ্বাসের অভাব দেখা যায়, তখন এদের উৎসাহের অভাব হয়| তাই এদের ভাগ্যকে বিশেষ সৌভাগ্যশালী বলা যায় না|
নিজের চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে ধীরে ধীরে উন্নতি করতে হবে| প্রথম জীবনে পরিশ্রম অনুযায়ী সফলতা আসবে না কিন্তু ধৈর্য সহকারে কর্মে লেগে থাকার প্রবণতা থাকলে মধ্যবয়সের থেকে উন্নতি হবে| জীবনে অনেক সমস্যার মধ্যে দিয়েই নিজেকে রাস্তা তৈরি করে নিতে হবে| এরা দরিদ্র হলেও এদের নিজের উপর গর্ভ থাকে| এরা কৃষিকাজ বা ভূমি সংক্রান্ত কর্মে, কোন প্রতিষ্ঠানের উচ্চপদে বা পরিচালনার কাজে, সমাজ সংস্কার, সরকারি কোন উচ্চপদ, গবেষণা, বৈজ্ঞানিক আবিষ্কার, রসায়ন, ইত্যাদি কাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে| এদের দায়িত্ববোধ বেশি থাকার কারণে যে কোনো উচ্চ পদে এরা উপযুক্ত হয়ে থাকে| এদের বহু মানুষের সঙ্গে পরিচয় থাকলেও বন্ধু সংখ্যা কম থাকবে| বিবাহ নিয়ে এদের মনে চিন্তা কম থাকে তাই জাতকের বিবাহিত জীবন খুব ভালো বা খুব খারাপ কাটে না| মানসিক অবসাদ বা দুশ্চিন্তা জাতককে রোগগ্রস্ত করে তুলতে পারে, তাই জাতকের সব সময় মনকে খুশী রাখতে চেষ্টা করতে হবে, স্থান পরিবর্তনে জাতকের স্বাস্থ্য উন্নতি হবে| এছাড়াও জাতকের দাত, কান, পাকস্থলি, রক্ত সঞ্চালনে বাধা, স্নায়ুবিক রোগ, ইত্যাদি রোগ হওয়ার সম্ভাবনা থাকে| এছাড়াও পায়ের হাঁটুতে আঘাত বা অন্য কোনো সমস্যা হতে পারে| এই বিষয়গুলোতে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন|
আজকের লেখা এই পর্যন্তই|
নমস্কার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন