হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন

ছবি
  Facebook  আজ, ৫ই মার্চ, ২০২৪, রাত 9:00 নাগাদ হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন হওয়ার কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। কিছু সম্ভাব্য কারণ: ডেটা সেন্টারে ত্রুটি: ফেসবুকের ডেটা সেন্টারে কোন ত্রুটির কারণে সার্ভার ডাউন হয়ে থাকতে পারে। সাইবার হামলা: ফেসবুক সার্ভারে কোন সাইবার হামলার কারণেও এই সমস্যা হতে পারে। নতুন আপডেটে ত্রুটি: সম্প্রতি ফেসবুকে কোন নতুন আপডেট দেওয়া হয়ে থাকলে, সেই আপডেটে ত্রুটির কারণেও সার্ভার ডাউন হতে পারে। অন্যান্য কারণ: বর্তমান পরিস্থিতি: বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ সমস্যা সমাধানের জন্য কাজ করছে। সার্ভার কখন সম্পূর্ণভাবে ঠিক হবে তা এখনো জানা যায়নি। কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই ফেসবুকে প্রবেশ করতে পারছেন, তবে অনেকে এখনো সমস্যার সম্মুখীন।

কোন ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেন?

কোন ক্ষেত্রে সফলতা পাবেন 

কোন কাজে সফলতা আসবে

বর্তমান যুগে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে, উপার্জনের অনেক মাধ্যম হয়েছে ঠিকই | কিন্তু উপার্জনের পথ বেছে নেওয়া খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। মানুষ বুঝে উঠতে পারছেনা উপার্জনের কোন পথ তার জন্য সঠিক। এ ব্যাপারে হস্তরেখা বিচার বিশ্লেষণ করে ও সাহায্য লাভ করা যায়।
সবার আগে জানতে হবে যে ভাগ্য কোন গ্রহের দ্বারা পরিচালিত, অর্থাৎ হাতে যে গ্রহের ক্ষেত্র বেশি প্রভাবশালী হবে, তার অধিপতির মাধ্যমেই মানুষের জীবন বেশি প্রভাবিত হয়।

যদি হাতের আঙুলের প্রথম পর্ব গুলো দীর্ঘ ও সু গঠিত হয়, এর অর্থ আপনার মধ্যে সমস্ত কিছু জানার কৌতূহল রয়েছে, অর্থাৎ আপনি শিক্ষা অর্জনে ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে সফল হবেন।

যদি আঙ্গুলের দ্বিতীয় পর্ব অন্য দুই পর্বের তুলনায় লম্বা হয়, তার অর্থ আপনি প্যাকটিক্যাল কাজ পছন্দ করেন, অর্থাৎ আপনার কোন কিছু দেখে শিখার মতো আগ্রহ, ও ক্ষমতা আছে।

যদি তৃতীয় পর্ব অন্য দুই পর্বের তুলনায় বেশি লম্বা ও সুগঠিত হয়, তাহলে আপনার উৎপাদন অথবা ব্যবসাক্ষেত্রে যাওয়া ঠিক হবে।

অন্যান্য করতলে অর্ধচন্দ্র রেখা থাকলে অবশ্যই জেনে নিন 

হাতে যদি বৃহস্পতির ক্ষেত্র সর্বাধিক সুগঠিত ও সুউচ্চ হয়ে থাকে তাহলে আপনি রাজনীতি, সেনাবিভাগ, সামাজিক সংগঠন, শিক্ষা এবং শিক্ষকতা, পরামর্শ দাতা, ইনকাম ট্যাক্স, ব্যাংকিং, আইন বা ধর্মীয় ক্ষেত্রে সফলতা লাভ করতে পারবেন।

যদি শনির ক্ষেত্র সর্বাধিক সুগঠিত ও সুউচ্চ হয়, তাহলে আপনি তন্ত্র বিদ্যা, ধর্ম, গুপ্তচর বা গোয়েন্দা বিভাগ, রসায়ন, গণিতজ্ঞ, কল কারখানা, মেশিনারি, কৃষি ক্ষেত্র, গবাদি পশু পালন, তেল কল, খনিজ দ্রব্য, যে কোন ধাতু, কংক্রিট, ইত্যাদি বিষয়ে সফলতা লাভ করতে পারবেন।

যদি সূর্যের ক্ষেত্র সর্বাধিক সুগঠিত ও সুউচ্চ হয় তাহলে আপনি সৃষ্টিশীল কাজ, শিল্পকলা, রাজনীতি, পুলিশ প্রশাসন, সাহিত্য, ইত্যাদি বিষয়ে সফলতা লাভ করতে পারবেন।

যদি বুধের ক্ষেত্র সর্বাধিক সুগঠিত সুউচ্চ হয়, তাহলে যে কাজে বেশি কথা বলার প্রয়োজন, যেমন মার্কেটিং, ইন্সুরেন্স এজেন্ট, এছাড়া বিজ্ঞান, ব্যবসা, চিকিৎসা, মেডিসিন, ব্যাংকিং, ইত্যাদি ক্ষেত্রে সফলতা লাভ করতে পারেন।

অন্যান্য আপনার বুড়ো আঙুল আপনার সম্বন্ধে কি বলছে 

যদি মঙ্গলের ক্ষেত্র সর্বাধিক সু-উচ্চ সুগঠিত হয়, তাহলে আপনার সাহসিকতার কর্ম বেছে নেওয়া উচিত, যেমন পুলিশ, মিলিটারি, পর্বতারোহণ, এছাড়া ভূমি ব্যবসা, কোন কিছুর অন্বেষণ করা, সেরিকালচার, এগ্রিকালচার, ইত্যাদি ক্ষেত্রে সফলতা লাভ করতে পারেন।

যদি চন্দ্রের ক্ষেত্র সর্বাধিক সুগঠিত ও সুউচ্চ হয়, তাহলে জলীয় জাতীয় কোন ব্যবসা, যেমন মাছ, দুধ, ইত্যাদি | এছাড়া শিল্পকলা, কাব্য, সাঁতারু, ইত্যাদি ক্ষেত্রে সফলতা লাভ করতে পারেন।

যদি শুক্রের ক্ষেত্র সর্বাধিক শুভ ও সুগঠিত হয়, তাহলে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, সফটওয়্যার, ইঞ্জিনিয়ারিং, হস্তশিল্প, পর্যটন বিভাগ, শিল্প কলা, সংগীত, নৃত্য, অভিনয়, ইত্যাদি বিষয়ে সফলতা লাভ করতে পারেন।

এছাড়া কোন অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা হাতের রেখা বিচার-বিশ্লেষণ ও পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে আসতে পারেন।

অন্যান্য সম্পর্ক টিকিয়ে রাখতে এই বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন 

মন্তব্যসমূহ

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,
Online Astrology service and Palm reading, best Astrologer and palmist in india

অন্যান্য পোস্ট দেখতে এখানে ক্লিক করুন

আরও দেখান

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রধানমন্ত্রীর ডাকে প্রদীপ, মোমবাতি, জ্বালানোর সাথে উচ্চারণ করুন, সনাতনের আদি শব্দ "ওঁম"

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শিব পুজো করার আগে জেনে নিন শিবলিঙ্গ কি?

পৃষ্ঠাসমূহ