এই ছয় রাশির মেয়েদের সঙ্গে সম্পর্ক করার আগে জেনে নিন এদের সম্বন্ধে
কথায় বলে মেয়েদের মন বোঝা যায় না, কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে রাশি অনুযায়ী মেয়েদের মন কেমন হয়, এবং সম্পর্ক টিকিয়ে রাখতে হলে মেয়েদের সম্পর্কে এই বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন| তাই কোন রাশির মেয়েদের স্বভাব প্রকৃতি কেমন হয় থাকে সে বিষয় তুলে ধরার চেষ্টা করছি|
মেষ :-
মেষ রাশির মেয়েদের দায়িত্ব বোধ বেশি থাকে, তাই এরা দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিতে বেশী পছন্দ করে| নেতৃত্ব দেবার প্রবণতা থাকার কারণে কখনো নিজের যোগ্যতার বেশি কাজের দায়িত্ব নিয়ে ফেলে| সাধারণত এরা অত্যন্ত চঞ্চল ও আশাবাদী| এদের মধ্যে সকাল সকাল ঘুম থেকে ওঠার প্রবণতাও দেখা যায়| এরা কোন ভালো কাজের দায়িত্ব পেলে নিজের লাভ-লস চিন্তা না করেই উৎসাহ নিয়ে সেই কাজ করে ফেলেন| কোন বিষয়ে নিজেদের কোন মতবাদ থাকলে তা সকলের সামনে তা প্রকাশ করে ফেলে| মেষ রাশি অগ্নি রাশি তাই এদের মধ্যে একটু উষ্ণতা থাকবে, সে প্রেমের ক্ষেত্রেই হোক বা অন্য কোন কাজের ক্ষেত্রে | উদ্যোগ নেওয়ার প্রবণতা থাকার কারণে কখনো কখনো প্রেমের ক্ষেত্রেও নিজেরাই উদ্যোগ নিয়ে থাকে| কিছু কিছু মেষ রাশির মেয়েরা এতটাই সফল যে তাকে দেখে অন্যেরাও তার মতো হতে চায়| এদের কথাবার্তা চালচলনের মধ্যে উষ্ণ আভা থাকে| সেই কারণেই তার সঙ্গী কে হতে হয় বেশ শক্তিশালী, দুর্বল হলে এরা আকর্ষণ হারিয়ে ফেলতে পারে| এরা যুক্তি তর্ক নিয়ে কথা বলতে বেশ ভালবাসে, এদের সঙ্গে তর্ক হলেও সম্পর্ক খারাপ হয় না বরং মজবুত হয়|
বৃষ :-
বৃষ রাশির মেয়েরা শান্ত সৃষ্ট দুষ্টু মিষ্টি ধরনের হয়ে থাকে| এই কারণে সকলেই তাদের সঙ্গে সুন্দর ভাবে আচরণ করে| কিন্তু এরা যদি কখনো রেগে যায় তখন তাদের ভয়ংকর রূপ দেখা যায়| এটা একটু ভালোবাসা পেলেই খুব খুশি থাকে এবং ছোট ছোট উপহার দিয়েও এদের খুশি করা যায়, যেমন ফুল, কবিতা, শায়েরি, ইত্যাদি দিয়ে এদের খুশি করা সম্ভব| কিন্তু এটা অত্যন্ত একগুঁয়ে, মানসিক দিক থেকেও অত্যন্ত কঠোর| কোন কিছু করব মনে করলে কোমর বেঁধে লেগে যায়| তবে এরা কঠোর হলেও যথেষ্ট মমতাময়ী দয়ালু প্রকৃতির হয়ে থাকে| এরা যেমন বিচক্ষণ তেমন ধৈর্যশালী, এর জন্যই জীবনে সফলতা অর্জন করতে পারে| বৃষ রাশি পৃথ্বী রাশি তাই প্রকৃতিকে খুব পছন্দ করে, প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসে| ভরসাবান মানুষকে তিনি অত্যন্ত পছন্দ করেন| এরা কোনো রকম ভুল করে থাকলে সেই ভুলের থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে চলে| প্রেমের ক্ষেত্রেও ধীর স্থির ভাবেই অগ্রসর হয়| এরা ভাল করে বিচার বিশ্লেষণ এর মাধ্যমে সম্পর্ক গড়ে তুলতে চায়| ভালোবাসার ক্ষেত্রে তাড়াহুড়ো করলে এদের মন পাওয়া মুশকিল| এরা কিছু নিয়মের মধ্যেই থাকতে পছন্দ করে আর এই নিয়মকে শ্রদ্ধা করলে এদের মন জয় করা সম্ভব|
অন্যান্য -
হাতের কিছু অত্যন্ত সৌভাগ্যজনক চিহ্ন
মিথুন :-
মিথুন রাশির মেয়ে দের সহজে বুঝে ওঠা যায় না, কারন এদের মধ্যে থাকে বহু নারীর চরিত্র| এরা স্বাধীনচেতা ও স্বতন্ত্র প্রকৃতির এবং অত্যন্ত পরিবর্তনশীল, যেকোনো সময় এদের মন পরিবর্তন হতে পারে| কেউ কেউ মিথুন রাশির মেয়েদের স্বভাবের কারণে তাদের উপর বিরক্ত হতে পারেন| এদের আবার যে কোন বিষয় নিয়ে কৌতূহলের শেষ থাকে না| অনেক ক্ষেত্রেই নিজেই উদ্যোগ নিয়ে কাজ করতে দেখা যায়| অত্যন্ত সৃজনশীল ও আশাবাদী সে কারণে যে কোন পরিস্থিতি এরা মানিয়ে নিতে পারে| মিথুন রাশির জোড়ার প্রতীক, তাই এদের মধ্যে একাধিক ভাব লক্ষ্য করা যায়| এরা একটু চঞ্চল ও অস্থির প্রকৃতির, প্রেমের ক্ষেত্রেও এরা খুঁতখুঁতে স্বভাবের হতে পারে| কিন্তু নিজের পছন্দের মানুষ পেলে মনের ভাব প্রকাশ করতে দ্বিধাবোধ করে না| এদের সম্পর্ক সাধারণত দীর্ঘস্থায়ী হয়|
কর্কট :-
কর্কট রাশির মেয়েদের উপরে চন্দ্রের প্রভাব খুব বেশি| রাতের আকাশে চাঁদকে যেমন বাড়া-কমা করতে দেখা যায়, ঠিক তেমনই কর্কটরাশি মেয়েদের মন মানসিকতা ও মেজাজ উঠানামা করে| সাধারণত এরা সহজ সরল ও শান্ত ধরনের হয়ে থাকে, অশান্তি পছন্দ করে না| এরা বেশ কল্পনাপ্রবণ এবং এদের অনুভূতি ও বেশ জটিল| যে কোন কিছুর উপলব্ধি করার ক্ষমতা খুব প্রখর হয়| মানুষের সম্পর্কে অল্প কিছু জেনেই তার সম্বন্ধে সঠিক ধারণা করে ফেলতে পারে| অন্যের দুঃখ কষ্ট কে সহজেই অনুভূতি করতে পারে, তাই সহানুভূতি দেখাতে সিদ্ধহস্ত| প্রেমের ক্ষেত্রেও এরা একটু সময় নিয়ে থাকে, তাড়াহুড়ো করে প্রেম করতে রাজি নয়, কারণ সঙ্গীকে ভালো করে পরীক্ষা করে বিশ্বাস করতে সময় নেয়| এরা খুব অল্পতেই মানসিক কষ্ট ভোগ করে| এদের সঙ্গে সম্পর্কের শুরুতে কিছু গোলযোগ থাকলেও পরবর্তী সময় সম্পর্ক খুব সুন্দর হয়ে থাকে|
অন্যান্য -
আপনার বুড়ো আঙুল আপনার সম্বন্ধে কি বলছে?
সিংহ :-
সিংহ রাশির মেয়েদের মধ্যে তেজস্বী ভাব লক্ষ করা যায়, সেই কারণে সহজেই অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারে, এবং এদের মধ্যে আকর্ষণ শক্তি থাকে| এদেরকে না চটানোই ভালো, কখনো চটে গেলে, মিষ্টি কথা বা কোন উপহার দিয়ে রাগ ভাঙ্গানোর যেতে পারে| এরা যেমন তেজস্বিনী তেমনই বুদ্ধিমতি এবং সৃজনশীল| এরা কারো দোষ দেখলে তার ওপরে ঝাঁপিয়ে পড়ে, এদের থেকে ছাড় পাওয়া মুশকিল| প্রেমের ক্ষেত্রেও তাই| এদেরকে খুশি রাখতে পারলে সম্পর্ক খুব সুন্দর এবং রোমান্টিক ধরনের হতে পারে| জীবনে এরা সম্মান সহকারে সব থেকে গুরুত্বপূর্ণ স্থান টি পেতে চায়| আবার নিজের সঙ্গীকে ও তার প্রাপ্য সম্মান দিতে দ্বিধাবোধ করে না|
কন্যা :-
কথায় বলে নারী অবলা, কন্যা রাশির মেয়েদের দেখলেও ঠিক তেমনটি মনে হয়, একেবারে নারীসুলভ শান্তশিষ্ট|
কিন্তু যেমন কি দেখা যায় তেমনটি বিশ্বাস করলে খুবই ভুল করবেন| তারা মোটেই শান্তশিষ্ট নয়| কেউ কেউ শান্ত বা গোছালো হলেও বেশিরভাগ মেয়েরাই ভয়াবহ রকমের অগোছালো ধরনের হয়ে থাকে| কিন্তু এদের মধ্যে নিজেকে উন্নত মানের ও নিখুঁত করে গড়ে তোলার ইচ্ছা থাকে, নিজেকে উন্নত করে তুলতে জীবনকে খুব জটিল করে ফেলে| কন্যা রাশি কুমারী মেয়ের প্রতীক, সেই কারণে এরা অত্যন্ত লাজুক প্রকৃতির| এরা যে কোনো কাজই সময়মতো করতে ভালোবাসেন| প্রকৃতি এদের খুব প্রিয়| প্রেমের ক্ষেত্রে কন্যা রাশির মেয়েরা সত্যিকার এর ভালোবাসার বিশ্বাসী, কিন্তু এরা খুব সহজে প্রেমে পড়তে চায় না, একবার প্রেমে পড়ে গেলে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে| কেউ এদের হৃদয় নিয়ে খেলা করলে কখনোই আর বিশ্বাস ফিরে পাবেন না|
Astrolger and palmist
Dr. Pradyut Acharya
Contact +91 9333122768
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন