পোস্টগুলি

2021 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন

ছবি
  Facebook  আজ, ৫ই মার্চ, ২০২৪, রাত 9:00 নাগাদ হঠাৎ করে ফেসবুক সার্ভার ডাউন হওয়ার কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। কিছু সম্ভাব্য কারণ: ডেটা সেন্টারে ত্রুটি: ফেসবুকের ডেটা সেন্টারে কোন ত্রুটির কারণে সার্ভার ডাউন হয়ে থাকতে পারে। সাইবার হামলা: ফেসবুক সার্ভারে কোন সাইবার হামলার কারণেও এই সমস্যা হতে পারে। নতুন আপডেটে ত্রুটি: সম্প্রতি ফেসবুকে কোন নতুন আপডেট দেওয়া হয়ে থাকলে, সেই আপডেটে ত্রুটির কারণেও সার্ভার ডাউন হতে পারে। অন্যান্য কারণ: বর্তমান পরিস্থিতি: বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ সমস্যা সমাধানের জন্য কাজ করছে। সার্ভার কখন সম্পূর্ণভাবে ঠিক হবে তা এখনো জানা যায়নি। কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই ফেসবুকে প্রবেশ করতে পারছেন, তবে অনেকে এখনো সমস্যার সম্মুখীন।

হঠাৎ করেই মনটা খারাপ

ছবি
  মন খারাপ  আজ  কেন জানি আমার মন টা ভীষণ খারাপ mood off, এর কারণ ঠিক বুঝে উঠতে পারছিনা তাই বাইরে খুব বেশি সময় না কাটিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। কোনো কথাই ভালো লাগছে না, মেজাজটাও বেশ খিটখিটে হয়ে রয়েছে মনে হচ্ছে মাথায় অনেক চিন্তা, কিছু করতে ভালো লাগছেনা, শরীরও কেমন দুর্বল হয়ে পড়েছে। খাটে শুয়ে মোবাইল নিয়ে সোস্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করছি, কিন্তু কোনো কিছুতেই যেন মন লাগছে না। তাই মোবাইল রেখে চোখ বন্ধ করে ভাবতে লাগলাম। কেন এমন চিন্তা হচ্ছে এর কারণ কি? সকাল থেকে যা কিছু করেছি চোখ বন্ধ করে সব কিছু মনে করছি ঠিক কোন কারণে মন খারাপ হতে পারে?  যেমন আজ সকালে আমার এক কাকার গুরুদশা থাকার কারণে এবং নিজের সংসারের প্রয়োজনে কিছু অর্থ খরচ হয়েছে। টাকা পয়সার কিছু সমস্যা রয়েছে। কিন্তু কাছে টাকা না থাকলেও এতটুকু খরচ আমার আয়ত্তের বাইরে নয়। সুতরাং এটা আমার মন খারাপের কারণ নয় সেটা আমি ভালোই বুঝতে পারছি। এর পর আরও কিছু মনে করবার চেষ্টা করছি তেমন কিছু ঘটনা মনে পরছে না।  মাঝে মাঝেই একটি টিভি ও মোবাইল রিচার্জের দোকানে বসে গল্প গুজব করি, এক সাথে চা পান করি, সেখানে সকলেই আম...

মনকে নিয়ন্ত্রণ করে বুদ্ধির সঠিক ব্যবহার করার কৌশল

ছবি
চিন্তা সর্ব শক্তিমান  মানুষের মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা নির্দেশ করে সেই মানুষ কতটা বুদ্ধিমান। বর্তমান যুগে মানুষ intelligent হয়েছে, তার জন্য আদিম যুগ থেকে এই পর্যন্ত হাজার হাজার বছর সময় লেগেছে। অর্থাৎ মানুষের বুদ্ধির বিকাশ হয়েছে। মানুষের মধ্যে বুদ্ধির বিকাশ হওয়া সত্বেও পৃথিবীর বেশিরভাগ মানুষই, কোন না কোন সমস্যা দ্বারা পিরিত, এর কারণ হলো বাস্তব ও সত্যকে উপলব্ধি করতে না পারা। সনাতন শাস্ত্র মানুষকে সত্য উপলব্ধি করতে শেখায়। মস্তিষ্কের বিকাশ হতে হাজার হাজার বছর সময় লেগেছে, সেই উন্নত মস্তিষ্কের বুদ্ধি ব্যবহার করেও মানুষ বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হচ্ছে। প্রতিটি মানুষের মধ্যেই কমবেশি বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধি সকলেই সঠিকভাবে ব্যবহার করতে পারে না। কারণ মানুষের বুদ্ধি বার বার মনের দ্বারা প্রভাবিত হয়। বুদ্ধি দ্বারা ভালো-মন্দ বিচার করা গেলেও মনের তীব্র প্রভাবের কারণে, তেমনটা সব সময় করা হয় না। অর্থাৎ মনের প্রভাবে বুদ্ধিভ্রংশ হয়, বুদ্ধি সঠিকভাবে কাজ করতে পারে না। মস্তিষ্ক মানুষের শরীর পরিচালনা করে, মস্তিষ্কের থেকে যেভাবে নির্দেশ আসে শরীর সেভাবে প্রতিক্রিয়া দেয়। মস্তিষ্কও মনের দ...

জীবনে সফলতা প্রাপ্ত করতে নিজের মনকে অন্যের প্রভাব থেকে মুক্ত রাখুন

ছবি
  Goutam Buddha  মানুষের মনই সুখ দুঃখের মূল কেন্দ্র, মনের সুখই বড় সুখ, মন চায় শুধুই আনন্দ। আনন্দ পাওয়ার জন্য মন অনেক কিছুই করতে চায়, মনের আনন্দে বাধা প্রাপ্ত হলেই মন দুঃখে ভরে যায়। অর্থাৎ মনের চাহিদা পূরণ না হলেই দুঃখ সৃষ্টি হয়। মানুষ যা কিছু করে তা নিজের মনকে খুশী করতে, যেমন কেউ মন্দিরে পুজো দিয়ে মনের আনন্দ পাওয়ার চেষ্টা করে, আবার মদ খেয়ে নেশা করে মনের আনন্দ লাভ করে। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে মন খুশি রাখতে চেষ্টা করে। তবুও পৃথিবীতে বেশি সংখ্যক মানুষই দুঃখী । মানুষ যা কিছু করে তার দ্বারা শুধু মাত্র সাময়িক সুখ প্রাপ্ত হয়, এই সুখ বা আনন্দ কখনো চিরস্থায়ী হয় না। মনের চাহিদা কখনোই শেষ হয় না, মন চায় অন্তত সুখ। মন সুখী করতে হলে প্রথমে বুঝতে হবে, মন কিভাবে প্রভাবিত হয়। মন বিভিন্ন কারণে বিভিন্নভাবেই প্রভাবিত হতে পারে। যেমন আস্বাদন ইন্দ্রিয়ের দ্বারা প্রভাবিত হলে মন চায় ভালো কিছু খেতে, দর্শনেন্দ্রিয় দ্বারা প্রভাবিত হলে মন চায় ভালো কিছু দেখতে, শ্রবণ ইন্দ্রিয় দ্বারা প্রভাবিত হলে মন চায় ভালো কিছু শুনতে, স্পর্শন ইন্দ্রিয় দ্বারা প্রভাবিত হলে মন চায় ভালো কিছু স্পর্শ করতে...

আশ্বিন মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

ছবি
আশ্বিন মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতির হয়  কন্যা রাশি  রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি, এই কন্যা রাশিতে যখন রবি প্রবেশ করে তখন আশ্বিন মাসের শুরু হয়| জন্ম সময় রবির অবস্থান অনুযায়ী মানুষের স্বভাব চরিত্র প্রকৃতি বৈশিষ্ট্য সহ ভাগ্য সম্পর্কে কিছুটা স্থূল ধারণা পাওয়া যায়|  আশ্বিন মাসে যেসব জাতক-জাতিকাদের জন্ম তারা অত্যন্ত বিচার শক্তিসম্পন্ন ও বুদ্ধিমান হয়ে থাকে, এরা যেকোন ব্যাপারকে গভীরভাবে বোঝার ক্ষমতা রাখে, ব্যবসায়িক বুদ্ধি এদের মধ্যে অত্যন্ত প্রখর, এরা সব কাজের থেকেই লাভের দিকটা খুঁজে বার করার চেষ্টা করে| এরা ভাল সমালোচক হয় অন্যদের দোষ ত্রুটি খুব তাড়াতাড়ি এদের নজরে পড়ে, ঠিক তেমনি নিজের কোন দোষ ত্রুটি থাকলে তাও পরিবর্তন করার চেষ্টা করে এবং নিজেকে সৎ বানাবার মন-মানসিকতা এদের মধ্যে থাকে| এরা নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা সমস্ত ব্যাপার কে বিচার বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করে এবং তুলনা তুলনামূলক বিচার করতে এরা যথেষ্ঠ সক্ষম| এরা অত্যন্ত সতর্ক প্রকৃতির তাই এদের সহসা কোনো লস করতে হয় না| এরা কোন বিপদে পড়লে এদের উপস্থিত  বুদ্ধি দ্বারা সেই বিপদ থেকে মুক্তি...

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

ছবি
ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতির হয়  সিংহ রাশি  সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি, সিংহ রাশিতে যখন রবি প্রবেশ করে তখন ভাদ্র মাসে শুরু হয়| মানুষের জন্ম সময় রবির অবস্থান অনুযায়ী মানুষের প্রকৃতি ও ভাগ্যের সম্পর্কে কিছুটা স্থূল ধারণা পাওয়া যায় | ভাদ্র মাসে যেসব জাতক-জাতিকাদের জন্ম, তারা খুব সাহসী দৃঢ় প্রকৃতির, এরা চায় সবার থেকে আগে এবং সবার উপরে থাকতে, সেই জন্যই এরা যে কাজে হাত দেয় তা সম্পন্ন করতে জীবন-মরণ চেষ্টা করে থাকে| সমস্ত বড় ব্যাপারের দিকে এদের নজর থাকে, বড় আদর্শ সামনে রেখে এরা সেই ভাবে চলতে চেষ্টা করে, কিন্তু এরা আশা ও আদর্শ উচ্চ হওয়ায় মাঝে মাঝে তা কার্যক্ষেত্রে ফলদায়ক বা কার্যকরী হয় না| এরা একটু সরল প্রকৃতির অর্থাৎ খোলাখুলি ব্যবহার ও কথাবার্তা বলতে বেশি পছন্দ করে, মিথ্যা, ছল, প্রতারণা, এসব ব্যাপার কে অত্যন্ত ঘৃণা করে| এরা নিজেরা সৎ থাকার কারণে অন্যদের তেমন মনে করে এবং অন্যদের খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে| কিন্তু বাস্তব জগতে মানুষ যখন চালাকি, প্রতারণার, পরিচয় পায় তখন এদের মন তিক্ত হয়ে যায়, এবং এরা কঠোর হৃদয়ের মানুষ হয়ে ওঠে| জাতকের...

আষাঢ় মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

ছবি
আষাঢ় মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতির হয়  আষাঢ় মাসে জন্ম হলে  মিথুন রাশি, রাশি চক্রের তৃতীয় রাশি| মিথুন রাশিতে যখন রবি প্রবেশ করে তখন আষাঢ় মাসের শুরু হয়|  জন্ম সময় রবির অবস্থান অনুযায়ী জাতকের স্বভাব ও প্রকৃতি ভাগ্যের সম্পর্কে জাতকের কিছুটা স্থূল ধারণা পাওয়া যায়| আষাঢ় মাসে যেসব জাতক জাতিকাদের জন্ম, তাঁরা বিচার শক্তি সম্পন্ন, তীক্ষ্ণ বুদ্ধি ও মেধাবী হয়ে থাকে| এদের মধ্যে হৃদয়ের আবেগের থেকে বাস্তব বুদ্ধি বেশি থাকে| এরা সমস্ত কর্মই বিচার বুদ্ধির দ্বারা করে থাকে | এরা যুক্তি ছাড়া কিছুই বুঝতে চায় না এবং সেই মত মানতেও রাজি নয়| এদেরকে কোনও বিষয় বোঝাতে গেলে তার যথেষ্ট প্রমাণ  থাকা প্রয়োজন | এরা বেশ প্রতিভাশালী হয়ে থাকে যে কোনও ব্যাপারকে চুলচেরা বিশ্লেষণ করে বা যুক্তি সহকারে বোঝার চেষ্টা করে| অন্যের ক্ষমতা ও যোগ্যতা সম্পর্কে সহজেই ধারণা করতে পারে, এবং তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তা ভালো করেই জানে | এঁদের কথা অন্যদের প্রভাবিত করে, এদের সহজে বুঝে ওঠা যায় না, কারণ এদের মনে সর্বদাই দৈত্বভাব থাকে | এরা যে কোনও বিষয়ের ভালো ও মন্দ দিক ভালো ভাবে বোঝার চেষ্টা ...

শ্রাবণ মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

ছবি
শ্রাবণ মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতির হয়  কর্কট রাশি  কর্কট রাশি, রাশিচক্রের চতুর্থ রাশি, কর্কট রাশিতে যখন রবি প্রবেশ করে তখন শ্রাবণ মাসে শুরু হয়|  জন্ম সময় রবির অবস্থান অনুযায়ী জাতকের স্বভাব প্রকৃতি ও ভাগ্যের সম্পর্কে কিছুটা স্থূল ধারণা পাওয়া যায় | শ্রাবণ মাসে যেসব জাতক-জাতিকাদের জন্ম এরা খুব বেশি পরিমাণে ভাবপ্রবণ আবেগপ্রবণ ও অভিমানি প্রকৃতির হয়ে থাকে, এদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মায়া-মমতা বেশি দেখা যায়, এরা সমাজের কল্যাণকর কাজে নিজেকে নিয়োগ করে, দাতা ও শান্তিপ্রিয় প্রকৃতির হয়ে থাকে|  এদের মধ্যে কিছু অদ্ভুত জিনিস দেখতে পাওয়া যায় যা অন্যদের মধ্যে খুব বেশি দেখা যায় না, যেমন প্রাচীন জিনিসের উপরে প্রচন্ড আকৃষ্ট থাকে প্রাচীন শাস্ত্র, ইতিহাস, পুরান, প্রাচীন নির্মাণ ইত্যাদির প্রতি এদের আকর্ষণ থাকে| এরা সংসারী এবং গৃহসুখ প্রিয় প্রকৃতির, তবুও এদের ভ্রমণের খুব নেশা থাকে| এরা পরিশ্রমী কিন্তু কারো আদেশ অনুযায়ী কাজ করার থেকে ভালোবাসার বিনিময়ে পরিশ্রম করতে বেশি পছন্দ করে | এরা অন্যের থেকে সহানুভূতি, ভালোবাসা, প্রশংসা, বাহবা পাওয়ার জন...

জৈষ্ঠ মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

ছবি
জৈষ্ঠ মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতির হয় জৈষ্ঠ মাসে জন্ম হলে  বৃষ রাশি,  রাশি চক্রের দ্বিতীয় রাশি,  বৃষ রাশিতে রবি প্রবেশ করলে জৈষ্ঠ্য মাসের শুরু হয়, বৃষ রাশিতে রবির অবস্থান থেকে মানুষের স্বভাব প্রকৃতি ও ভাগ্য সম্পর্কে মোটামুটি স্থুল ধারণা  পাওয়া যায়| জ্যৈষ্ঠ মাসে যেসব জাতক জাতিকাদের জন্ম তাদের মানসিক শক্তি, সহনশীলতা, ইচ্ছাশক্তি ও একাগ্রতা খুব বেশি থাকে, এরা  বিশেষ জেদী ও একগুঁয়ে ধরনের হয়ে থাকে, এবং নিজের সিদ্ধান্ত স্থিরভাবে ধরে রাখার চেষ্টা করে| এরা সহজে রাগ করেনা, কিন্তু যখন রাগ করে তখন রাগে আত্মহারা হয়ে সাংঘাতিক আকার ধারণ করে| এদের সহ্য ক্ষমতা প্রচুর এরা কঠিন পরিস্থিতির মধ্যেও আত্মবিশ্বাস ধরে রাখতে পারে এবং শান্ত থাকে|এদের প্রবল ইচ্ছাশক্তি, ধৈর্যশীল ও আত্মবিশ্বাসী, হওয়ার কারণে অনেকে এদের যোগ্যতার চেয়েও অনেক বেশি যোগ্য বলে মনে করে|এরা একটু গম্ভীর প্রকৃতির হয়ে থাকে, যারা এদের অধীনস্ত হয় বা ভালোবাসার পাত্র হয় তাদের সঙ্গে স্নেহশীল ব্যবহার করে,  এরা আমোদপ্রিয় ও ভোগী প্রকৃতির হয়ে থাকে| এরা অতিভোজন প্রিয়, ভালো-মন্দ ...

বৈশাখ মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

ছবি
বৈশাখ মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতি হয় বৈশাখ মাসে জন্ম হলে রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি, মেষ রাশিতে রবি  প্রবেশ করলে বৈশাখ মাসেই শুরু হয়, তাই রবির অবস্থান অনুযায়ী মানুষের জন্ম থেকে মানুষের ভাগ্যের একটা স্থুল ধারণা পাওয়া যায়। বৈশাখ মাসে জন্ম হলে জাতক বা জাতিকার মধ্যে  চঞ্চলতা কর্ম প্রবণতা  তেজস্বী ভাব এবং জেদী ধরণের হয়ে থাকে| এদের মধ্যে কর্ম করার উন্মাদনা, এগিয়ে যাওয়ার ইচ্ছে, সব সময় সব কাজে নেতৃত্ব দেবার ইচ্ছা খুব বেশী দেখা যায়| এরাঅন্য লোকের মতে কাজ করতে চায় না নিজের মতো কাজ করতে ভালোবাসেন,  নিজের মতো কাজ করতে পারলে এঁরা খুশি থাকে| এঁদের চঞ্চলতা ও কাজের প্রতি তীব্র ঝোঁক বা আবেগ থাকলেও যে কোনও কাজ করতে গেলে অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলেন|এরা একঘেয়ে জীবনযাপন করতে ভালবাসে না পরিবর্তনের মধ্যে থাকতেই পছন্দ করেন, সংস্কার প্রিয়তার ঝোঁক বিশেষভাবে এদের মধ্যে আছে, আদর্শ অনুযায়ী কাজ করতে ভালবাসেন| এরা যে কোনও বিষয় নিয়ে এবং স্বার্থে আঘাত পড়লে সহজেই উত্তেজিত হতে পারেন এবং উত্তেজনার বশে কোনও হঠকারী কাজও করে ফেলতে পারে| এরা সব বিষয় আগে থাকতে চায় এবং জীবনে নতুন কিছ...

গীতার অন্য রকম ব্যাখ্যা

ছবি
গীতার অন্য রকম ব্যাখ্যা,   মহাভারত   মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ কে দেখা যাচ্ছে যে অর্জুনের সারথি হিসেবে, অর্জুন রথী, শ্রীকৃষ্ণ সারথী এবং পাঁচটি ঘোড়া সেই রথ টেনে নিয়ে যাচ্ছে, পাঁচটি ঘোড়া অর্থাৎ পাঁচটি পশু এই পশুদের যদি আমাদের ইন্দ্রিয় দের সঙ্গে তুলনা করি, অর্থাৎ শ্রবণ, দর্শন, স্পর্শন, ঘ্রাণ ও আস্বাদ গ্রহণ, এই পঞ্চইন্দ্রিয় অত্যন্ত শক্তিশালী এবং এদের দ্বারাই আমাদের এই মানবদেহ রূপী রথটা পরিচালনা করা হয়, এই পাঁচটি পশুর প্রত্যেকেই চায় স্বাধীন থাকতে অর্থাৎ জিভা চায় ভাল মন্দ স্বাদ গ্রহণ করতে, চোখ চায় ভাল মন্দ দেখতে, কান চায় ভাল মন্দ শুনতে, ত্বক চাই ভাল মন্দ স্পর্শ করতে, এবং নাক চায় ভালো মন্দ গন্ধ পেতে | এঁদের মনের দ্বারা পরিচালনা করতে হয় , যতক্ষণ মন এই পঞ্চইন্দ্রিয়কে পরিচালনা করে ততক্ষণ অবধি সব কিছু ঠিকঠাক চলে, যখনই কোনও ইন্দ্রিয় দ্বারা মন পরিচালিত হয় তখন কিন্তু সব কিছুর গোলযোগ ঘটে অর্থাৎ , কারও জিভের দ্বারা যদি মনের পরিচালিত হয় সে সব সময় চাইবে ভালমন্দ আস্বাদন করতে অর্থাৎ ভাল মন্দ খাবার খেতে , তাঁর জীবনের মূল উদ্দেশ্য হবে ভাল মন্দ খাওয়া| আর যখন সে ভালো মন্দ খাবার না খেতে...

আঙুলের পর্ব বিচার

ছবি
প্রতিটি আঙুলের পর্ব বিচার  আঙুলের পর্ব  হাতের  আঙুলকে তিন ভাগে ভাগ করলে তার প্রতিটি ভাগকে এক একটি পর্ব বলে। শুধু বুড়ো আঙুলের দু’টি পর্ব আছে। কোন আঙুলের কোন পর্বে কি রকম ফলাফল হয়ে থাকে ? তা দেখে নিন। সবার প্রথমে বৃদ্ধাঙ্গুলি,   বৃদ্ধাঙ্গুলি শুক্রের ক্ষেত্রে উপরে দাঁড়িয়ে আছে বলে একে শুক্রের আঙুল বলা হয় ১। নং পর্বটি ইচ্ছাশক্তি উচ্চাকাঙ্খা ত্যাগ আবেগ নির্দেশ করে। ২। নং পর্বটি বিচারশক্তি বিশ্লেষণ শক্তি বাস্তবতা যুক্তি নির্দেশ করে। তর্জনি  তর্জনী বৃহস্পতির ক্ষেত্রের উপরে আছে বলে একে বৃহস্পতির আঙুল বলা হয় যার এই আঙুল সুগঠিত হলে। ৩। নং পর্বটি মান, কল্পনা শক্তি ও প্রকৃতি প্রেমনির্দেশ করে। ৪। নং পর্বটি পদমর্যাদা জ্ঞানের প্রকাশ উচ্চ আকাঙ্ক্ষা ও অহংকার নির্দেশ করে। ৫। নং পর্বটি জ্ঞান বিদ্যা বুদ্ধি অনুভূতি ও মানসিক শক্তি নির্দেশ করে। মধ্যমা  এই আঙুল শনির ক্ষেত্রের উপর দাঁড়িয়ে আছে বলে একে শনির আঙুল বলা হয় এই আঙুল লম্বা ও সুগঠিত হলে ৬। নং পর্বটি স্বাধীনতা গণিত সঞ্চয় ও ভক্তি ভাব নির্দেশ করে। ৭। নং পর্বটি ভূমি বা কৃষি সংক্রান্ত জীব প্রেম ...

কেমন হয় মকর রাশির মানুষের স্বভাব

ছবি
 মকর রাশির মানুষের স্বভাব কেমন হয়  মকর রাশি মকর রাশি, রাশি চক্রের দশম রাশি, এই রাশির অধিপতি গ্রহ হল শনিদেব, তাই মকর রাশিতে জন্ম মানুষের একাগ্রতা খুব বেশি থাকে, কোনও কিছুতে লেগে থাকার ধৈর্য শনিদেব এদের দিয়েছে, সমস্যা এঁদের জীবনে লেগেই থাকে কিন্তু কোনও দিনই ঘাবরে যায় না,  এরা জীবন যুদ্ধেও পরিশ্রমে হার মানার মতো মানুষ নয়,  কখনও তো এমনও হয় যে এরা এদের ক্ষমতার থেকে অধিক পরিশ্রম করে,  কিন্তু সফলতা হওয়ার আগেই এমন একটা বাধা এসে উপস্থিত হয়,  এদের মন ভেঙে যায়, কিছুদিন কাটিয়ে আবার সাহস দেখানোর চেষ্টা করে কিন্তু সফলতা আবারও এদের থেকে দূরে পালিয়ে যায়| মকর রাশির মানুষরা বাস্তববাদী ও শৃঙ্খলা পরায়ন এবং নিয়মাবর্তিতা সম্পন্ন হয়ে থাকে,  অর্থাৎ এঁরা রুটিন মাফিক কাজ করতে বা জীবনে চলতে ভালোবাসে| এঁরা জীবনে চলার পথে বাধা পেলে থেমে যায় না শুধু চলার গতি ধীর করে নেয় এবং অন্য পথের  অনুসন্ধান করে এগিয়ে চলে, সমস্ত বাধাবিঘ্ন পেরিয়ে শত্রুদের হারানোর মতো ক্ষমতা এঁদের আছে,  কিন্তু কখনোই এরা আপন লোকদের কাছে জিততে পারেনা,  আপন লোকেদের থেকে লাগা মনে ব্যথা সহ্য কর...

কেমন হয় কুম্ভ রাশির মানুষের স্বভাব

ছবি
কুম্ভ রাশির মানুষের স্বভাব কেমন কুম্ভ রাশি কুম্ভ রাশি  Astrology ভিডিও দেখতে এখানে ক্লিক করুন কুম্ভ রাশি  চক্রের একাদশ রাশি| এই রাশির অধিপতি গ্রহ হল শনি দেব, এই রাশির প্রতীকচিহ্ন হল ঘড়া বা কুম্ভ,  কী আছে এই ঘড়ার ভিতর তা কিন্তু বোঝা মুশকিল, তাই কুম্ভরাশির মানুষকে বাইরে থেকে চেনা যায় না| সাধারনত এরা শান্ত প্রকৃতির হয়ে থাকে ঘড়ায় জল থাকলে যেমন নিজের ঠান্ডা থাকে, সেই জল পান করে অন্যেরা ঠান্ডা হয়| এঁরা ঝামেলায় জড়াতে চায় না, এরা কথাবার্তা খুব বুঝে শুনে বলে কেউ যদি কোনও ভুল কথা বলে কোথাও তর্কে বা কোনও সমস্যায় জড়িয়ে পড়ে তাঁকে বাঁচানোর ক্ষমতা এদের মধ্যে আছে| এদের একাগ্রতা সকলের মন জয় করে ফেলে,  এঁরা কোনও কাজকে নিজের ও পরের মনে করেনা, ভালো লাগে তাই করতেই থাকে,  আত্মবিশ্বাস ও একাগ্রতা এতটাই বেশি যে কখনও কখনও নিজেদের যোগ্যতার বাইরেও অনেক কাজ করে ফেলে| কুম্ভ রাশির মানুষেরা নিজের প্রচেষ্টায় নিজের পরিশ্রমে নিজেকে যোগ্যতামান মানুষ তৈরি করে তোলে| এবং অন্যদের উন্নতি করার পরামর্শ দেয়| কিন্তু এদের পরামর্শ নিয়েও যদি উন্নতি করে পরে তাঁদের সঙ্গে দের সম্পর্ক থাকে না| ক...

কেমন হয় মীন রাশির মানুষের স্বভাব

ছবি
মীন রাশির মানুষের স্বভাব কেমন হয় মীন রাশি  Astrology ভিডিও দেখতে এখানে ক্লিক করুন মীন রাশি রাশি চক্রের দ্বাদশ রাশি বা অন্তিম রাশি, এই রাশির অধিপতি গ্রহ  হল বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি , রএই রাশির প্রতীক চিহ্ন হল সমুদ্র তলের দুটি মাছ একে অপরের লেজে মুখ করে রয়েছে, সমুদ্রের যেমন দুটি রূপ বাইরে থেকে দেখা যায় অস্থিরতা, উচ্ছ্বাস, চঞ্চলতা, আর তলদেশে প্রশান্ত, গম্ভীর, স্থির|তাই মীন রাশির মানুষেরা যেমন বাইরে থেকে উচ্ছ্বাস চঞ্চলতা অস্থিরতা সবই দেখা যায়,  কিন্তু এটা তাঁর সত্য রূপ নয় মীন রাশির মানুষ এত সব কিছুর সাথে সাথে প্রশান্ত, গম্ভীর ধীর স্থির সম্পন্ন হয়ে থাকে|মীন রাশির বেশির ভাগ মানুষ নম্র ভদ্র হয় কিন্তু এঁদের আত্মবিশ্বাস কম হয়, এই জন্য সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেনা| বেশি চিন্তা করা, শান্ত থাকা, ভ্রমণ করা এই রাশির মানুষের স্বভাব,  অল্পতে খুশি হওয়া এঁদের বড় গুণ| মীন রাশির বেশির ভাগ মানুষ সমুদ্র, নদীর পাড়ে ঘুরতে পছন্দ করেন, আবার কিছু কিছু মানুষ বেশি জলে ভয় পায়| সামাজিক কর্মে এরা বেশ উৎসাহিত থাকে, যা করেন মন থেকে করেন তাই ভন্ড যারা আছে তাঁদের সঙ্গে মতবিরো...

কেমন হয় ধনু রাশির মানুষের স্বভাব

ছবি
 ধনুরাশির মানুষের স্বভাব কেমন হয় ধ্নু রাশি ধনু রাশি রাশি চক্রের নবম রাশি এই রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি, প্রতীক চিহ্ন হল অশ্বারোহী ধুরন্ধর,  নিচের অংশ অশ্ব অর্থাৎ ঘোরা, উপরে তিনি ধনুকে বাণ নিশানা করছেন| জ্যোতি বাচস্পতি মহাসয় বলেছেন প্রকৃতির শক্তিকে যা সম্পূর্ণ প্রকৃতির অধীনে ছিল এই ধনুর্ধর চায় তাঁকে প্রকৃতির অধীন থেকে মুক্ত করে নিজের অধীনে আনতে| ধনু রাশিতে যাঁদের জন্ম হয়েছে সেই ওরা চায় স্বাধীনতা, অপরের অধীনের শিকল কেটে বের হতেই হবে, এই ওদের সংকল্প, স্বাধীন হয়ে মুক্তির পথ খোঁজা এই হল এদের উদ্দেশ্য|এরা কোনো কর্মে লিপ্ত হলে সেই কাজ সম্পূর্ণ করার যথাসাধ্য চেষ্টা করে| এদের মধ্যে সাহস যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু মাঝে মাঝে যতটা আশা নিয়ে কাজ শুরু করে ঠিক সেই ভাবে শেষ করতে পারে না,  কিছু না কিছু বাধা ও সমস্যা তৈরি হয়ে যায়| সব কাজই বেশ চিন্তা ভাবনা করে করে, কিন্তু তবুও ধনু রাশির লোকেদের উদ্দেশ্য পূরণ করতে অনেক সময় লেগে যায়| এদের সমস্যার মোকাবেলা করার মতো ক্ষমতা আছে, তবুও এদের মধ্যে দুশ্চিন্তা থাকে যে এই সমস্যা থেকে কবে মুক্তি পাব, অন্ধকার ভেদ করে আলোর সন্ধান কিছুতেই যে...

কেমন হয় বৃষ রাশির মানুষের স্বভাব

ছবি
বৃষ রাশির মানুষের স্বভাব কেমন হয় বৃষ রাশি বৃষ রাশি রাশি চক্রের দ্বিতীয় রাশি, এই রাশির অধিপতি গ্রহ হল শুক্র,  দৈত্যাচার্জ শুক্র,  বৃষ রাশির প্রতীক চিহ্ন ষাঁড় তাই বৃষ রাশিতে জন্ম মানুষ শান্ত থাকলে খুবই নম্র ও ভদ্র থাকে,  যখন রেগে যাই তখন সাংঘাতিক রূপ ধারণ করে, তখন এদের সামলানো খুব মুশকিল হয়ে যায়।  এ ছাড়াও শুক্র হল প্রেম প্রীতি ভালোবাসা ও সৌন্দর্যের কারক গ্রহ, তাই বৃষ রাশির মানুষের মধ্যে সৌন্দর্যের ভাব লক্ষ্য করা যায়, যেমন বৃষ রাশির মানুষ সু-বস্ত্রধারী, সুন্দর ব্যবহার, ও সঙ্গীতপ্রিয়,  শিল্পকলার দিকেও বিশেষ ঝোঁক থাকে, আরামপ্রিয় জীবনযাপন করার স্বপ্ন সব সময় এদের মধ্যে থাকে, যেমন  ভালো খাবার,  ভালো বাড়ি, ভালো গাড়ি, সমস্ত ভাল কিছু ভোগ করার বাসনা থাকে মনে। এরা সব কথা মুখের উপরে বলে দেওয়ার সাহস রাখে, কোনও কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলে না, সোজাসাপটা বলে দেয়, এমনকি নিজের লাভ লোকসানের কথাও চিন্তা করেন না। এরা চেষ্টা করে অন্যের সহযোগিতা যতটা সম্ভব কম নেওয়ার,  যদি কেউ এদের সমালোচনা করে, এরা বেশির ভাগ ক্ষেত্রে গুরুত্ব দেয় না, আর যদি কেউ ধৈর্যের ব...

কেমন হয় তুলা রাশির মানুষের স্বভাব

ছবি
 তুলা রাশির মানুষের স্বভাব কেমন হয় তুলা রাশি তুলা রাশি রাশি চক্রের সপ্তম রাশি, এই রাশির অধিপতি হল শুক্র । তুলা অর্থাৎ যা দিয়ে তোলা বা ওজন করা হয় বা পরিমাপ করা। হয় এই রাশির প্রতীক হল এক ব্যক্তি তৌলদণ্ড ধরে যেন কিছু ওজন করছে, এঁরা তুলনামূলক পরিমাপ করতে সক্ষম ভালমন্দ বিচার করতে সক্ষম, যাচাই করতে সক্ষম। এরা ভালো মন্দ বিচার করতে সক্ষম হলেও আশায় আশায় পথ চলে, অন্যের দ্বারা সহজেই প্রভাবিত  অর্থাৎ  নিজের চিন্তা ভাবনা না করে পথ চলতে থাকে। এদের সবচেয়ে বড় গুণ হল যে জীবনে অনেক কঠিন সমস্যা থাকলেও অন্য মানুষের দোষ না দিয়ে নিজের ভাগ্য বলে মেনে নিতে পারে। এবং এরা এদের মতো চলতে পারে| তুলারাশি মানুষের সহনশীলতা প্রচুর তুলা রাশির অনেক মানুষ নিজে পরিশ্রম দ্বারা উন্নতি করেছে জীবনে যেই অভিজ্ঞতা সঞ্চয় করেছে তার জন্য জীবনে অনেক সংঘর্ষ করতে হয়েছে। তুলা রাশির বেশির ভাগ মানুষ বিপরীত পথে সফলতা পেয়েছে যে ধরনের কাজ করতে চেয়েছে সেই পথে যেতেই পারেননি যা করতে চায়নি ভাগ্য তাকে সেই দিকে ঠেলে নিয়েছে, যারা এই পরিবর্তন মেনে নিয়েছে তাদের উন্নতি সহজেই হয়েছে। তুলা রাশির মানুষের বড় দোষ হল জীবনের গুরুত্বপূর...

কেমন হয় কর্কট রাশির মানুষের স্বভাব

ছবি
কর্কট রাশির মানুষের স্বভাব কেমন হয়  কর্কট রাশি কর্কট রাশি রাশি চক্রের চতুর্থ রাশি,  এই রাশির অধিপতি হল চন্দ্র| এই রাশির প্রতীক চিহ্ন হল কাঁকড়া তাই কর্কট রাশিতে যাঁদের জন্ম তাঁরা প্রচণ্ড সংবেদনশীল এবং ভাবপ্রবন আবেগ প্রবন| কর্কটরাশি, জলরাশি এই রাশির অধিপতি চন্দ্র জল কারক গ্রহ, তাই এদের ভাব প্রবণতা জলতরঙ্গের মতো,  জল যেমন নিজের খেয়ালে বইতে থাকে, বাধা পেলে বাধা অতিক্রম করতে পারে না,  তখন ফুলে ফেঁপে এঁরা সাংঘাতিক আকার ধারণ করে, এবং ভীষণ ভাবে সমস্ত বাধা ভেঙে চুরমার করে দেয়| কর্কট রাশির মানুষও ঠিক তেমনি বাধা পেলে ভাব আবেগে পূর্ণ হয়ে ওঠে এবং  সমস্ত বাধা অতিক্রম করে| বাধা না পেলে এরা নিজের মতো নিজের বইতে থাকে| এরা জলের মতো শান্ত হলেও আবার সুনামির মতো ভয়ঙ্কর, সাধারনত এদের ভয়ঙ্কর রূপ কমই দেখা যায়| এমনিতে কর্কট রাশির মানুষরা শান্ত ও শীতল| জল যেমন যে পাত্রে যায় সেই পাত্রের আকার ও রূপ ধারণ করে, এরাও ঠিক তেমনি যে কোনও পরিবেশেই মানিয়ে চলতে পারে|এরা কারও অধীনে বা কেউ এদের দিয়ে চাপ দিয়ে কাজ করিয়ে নিতে চাইলে তা এঁরা কখনও মেনে নিতে পারে না,  কিন্তু এদের ভালোবাসা দিয়ে...

কেমন হয় কন্যা রাশির মানুষের স্বভাব

ছবি
কন্যা রাশির মানুষের স্বভাব কেমন হয় কন্যা রাশি কন্যা রাশি হল রাশিচক্রের ষষ্ঠ রাশি, এই রাশির অধিপতি গ্রহ বুধ। বুধকে বালক গ্রহ বলা হয়, বালকরা যেমন সহজ, সরল, মিশুকে, কন্যা রাশির মানুষের মধ্যে এই গুণগুলো দেখা যায়, কন্যা রাশি বুধের উচ্চ ক্ষেত্র, এই ঘরে বুধ সবচেয়ে বেশি শক্তিশালী হয়, তাই কন্যারাশির মানুষেরা বুদ্ধিমান হয়। এঁরা প্রতিটি মানুষের ভাব আবেগ ও সম্মানের মুল্য দিতে জানে কিন্তু সবার কাছ থেকে সেই ভাবাবেগ সম্মানের দাম  পায়না, কিছু কিছু ক্ষেত্রে অন্যের সম্মানের কারণে এঁরা বিরোধিতা না করে চুপ করে থাকে, সেটাকে অন্যেরা দুর্বলতা মনে করে,কেউ যদি এদের অবহেলা করে, তাদের উপরে রাগ করার বদলে এরা আফসোস বেশি করে। এরা ভাগ্যের চাইতে বেশি কর্মের উপর বিশ্বাস রাখে, পরিশ্রম করেই সফলতা পাওয়ার চেষ্টা করে, কন্যা রাশির কিছু কিছু মানুষের সফলতা সহজেই হলেও বেশির ভাগ মানুষের সফলতা কিন্তু সহজেই আসে না। এরা কঠিন সময়ের আত্মবিশ্বাস ধরে রাখতে পারে, এরা চেষ্টার পরে চেষ্টা করতে থাকে হার মানার মতো মানুষ এরা নয়।  অন্যান্য রাশির থেকে কন্যা রাশির মানুষের হাতে আর্থিক স্থিতি কম হয়, তাই এদের প্রায় আর্থিক কষ্ট ভো...

কেমন হয় মিথুন রাশির মানুষের স্বভাব

ছবি
মিথুন রাশির মানুষের স্বভাব কেমন হয় মিথুন রাশি  মিথুন রাশি রাশি চক্রের দ্বিতীয় রাশি, এই রাশির অধিপতি গ্রহ হল বুধ, বুধ সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ হওয়ার কারণে সূর্যকে গ্রহদের মধ্যে সবথেকে কম দিনে প্রদক্ষিণ করতে পারে,  বুধকে তাই বালক গ্রহ বলা হয়| মিথুন রাশিতে জন্ম মানুষেরা অর্থাত্ আপনারা খুবই চঞ্চল বালকের মতো স্বভাব এক জায়গায় ঠিক নিজেকে স্থির রাখতে পারেন না, কিন্তু বালকেরা যেমন সব কিছু দেখে শুনে শিখে নিতে পারে, এদের মধ্যে এই বৈশিষ্ট্য বর্তমান| এঁদের বিশেষত হল এই যে এঁরা শিক্ষা বিদ্যা আনন্দ উত্সব ইত্যাদি সকল ক্ষেত্রেই থাকতে পারেন| এদেরবেশি কথা বলা হাসি মুখ ও শান্ত স্বভাব সকলের দৃষ্টি আকর্ষণ করে, তাই এদের অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়, এদের চঞ্চলতা ও অনেক মানুষের সঙ্গে সম্পর্কের কারণে এদের শারীরিক ও মানসিক কষ্টও ভোগ করতে হয়| এদের বন্ধুবান্ধব অন্য রাশির তুলনায় বেশি হয়, এরা গল্প করা আড্ডা মারা খুব পছন্দ করেন, কথা বলার ক্ষমতা এদের খুব ভাল হয় তাই এদের কথা সকলে শুনতে পছন্দ করে, এছাড়াও এরা জ্ঞান সঞ্চয় করতে ভালোবাসে,  শিক্ষা ক্ষেত্রেও এঁদের বেশ আগ্রহ দেখা যায়, এরা যুক্তি নিয়ে...

কেমন হয় সিংহ রাশির মানুষের স্বভাব

ছবি
সিংহ রাশির মানুষের স্বভাব কেমন হয় সিংহ রাশি  রাশিচক্রের পঞ্চম রাশি এই সিংহ রাশি এই রাশির অধিপতি গ্রহ হল সূর্য| এখানেই জ্যোতিষ সম্পর্কে মানুষের ভুল ধারনার সৃষ্টি হয়, সবাই জানে সূর্য কোনো গ্রহ নয় নক্ষত্র, কিন্তু প্রাচীন শাস্ত্র মতে বলা হয়েছে যা থেকে আমরা গ্রহণ করে তাকে গ্রহ বলা হয় সূর্য থেকে তাপ আলো ইত্যাদি গ্রহণ করে, তাই শাস্ত্রমতে সূর্যকে গ্রহ বলা হয়েছে | এই রাশির প্রতীক চিহ্ন হল সিংহ, তাই এরা তেজস্বী, সাহসী, গাম্ভীর্যপূর্ণ, সিংহরাশি তেজস্বী হওয়ার সাথে সাথে জ্যোতির্ময় বটে, অর্থাত্ সিংহরাশিতে জন্ম মানুষেরা নিজের ক্ষমতার দ্বারা নিজের চেষ্টায় নিজের উন্নতি করে, তেমনি অন্যের উন্নতি করার চেষ্টা করে, সূর্য হল সৌরজগতের রাজা, তাই এদের মধ্যে রাজকীয় ভাব লক্ষ্য করা যায় ভাল পোশাক, ভালো খাবার, ভালো বাসস্থান, সমস্ত কিছুর মধ্যেই রাজকীয় ভাব দেখা যায়| এঁরা নীতিবান, নীতি তৈরি করে এবং সেই নীতি অনুসারে সবাইকে পরিচালনা করতে চান, নিজেও সেই নীতি মেনে চলেন| এঁদের আত্মবিশ্বাস প্রচুর, এরা মনে করে এদের নেওয়া সিদ্ধান্ত সঠিক, এবং সেই সিদ্ধান্তে শেষ অবধি টিকে থাকে| এঁরা শারীরিক পরিশ্রমের থেকে মানসিক পর...

কেমন হয় মেষরাশির মানুষের স্বভাব

ছবি
মেষরাশির মানুষের স্বভাব কেমন মেষরাশি মেষরাশি হল রাশিচক্রের প্রথম রাশি, মেষরাশির অধিপতি গ্রহ হল মঙ্গ্‌ দেব সেনাপতি মঙ্গল,  মঙ্গল যুবক গ্রহ তাই এঁদের মধে সব সময়  শক্তির ভাব লক্ষ্য করা যায়, লড়াই করা প্রতিযোগিতা করা বাজি ধরা প্রতিবাদ করা প্রতিরোধ করা এদের প্রধান বৈশিষ্ট্য। মেষরাশির মানুষের মনের দিক থেকে খুবই ভাল মানুষ, কেউ যদি কোনও ভুল করে থাকে এরা সাংঘাতিক রেগে যায়্আ‌বার কিছু কিছু সময় অবস্থার পরিপ্রেক্ষিতে রাগ নিয়ন্ত্রণ করে ফেলে ।আপনারা যে কোনও কাজ পুরো উত্সাহের সঙ্গে শুরু করেন কিন্তু কিছু দিন পর থেকেই উত্সাহ হারিয়ে ফেলেন ,এর কারণ আপনি যাঁদের উপরে ভরসা করেন  তারা আপনার ভরসা রাখতে পারে না। আপনি নিজের লস লাভের কথা চিন্তা না করেই অন্যের সাহায্য করেন, এবং সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন।  আপনি খুব ভাবুক প্রকৃতির মানুষ অন্যেরা এই ভাবুকতার সুযোগ নিয়ে নিজের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করে । আপনি শারীরিক কষ্ট তো সহ্য করে নিতে পারেন কিন্তু কেউ যদি আপনাকে মানসিক আঘাত করে আপনি কিছুতেই সহ্য করতে পারেন না, যাঁদের সঙ্গে আপনার মনের মিল হবে তাঁদের সঙ্গে সম্পর্ক দীর্ঘ...

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,
Online Astrology service and Palm reading, best Astrologer and palmist in india

অন্যান্য পোস্ট দেখতে এখানে ক্লিক করুন

আরও দেখান

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রধানমন্ত্রীর ডাকে প্রদীপ, মোমবাতি, জ্বালানোর সাথে উচ্চারণ করুন, সনাতনের আদি শব্দ "ওঁম"

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শিব পুজো করার আগে জেনে নিন শিবলিঙ্গ কি?

পৃষ্ঠাসমূহ