সিংহ রাশির মানুষের স্বভাব কেমন হয়
|
সিংহ রাশি
|
রাশিচক্রের পঞ্চম রাশি এই সিংহ রাশি এই রাশির অধিপতি গ্রহ হল সূর্য| এখানেই জ্যোতিষ সম্পর্কে মানুষের ভুল ধারনার সৃষ্টি হয়, সবাই জানে সূর্য কোনো গ্রহ নয় নক্ষত্র, কিন্তু প্রাচীন শাস্ত্র মতে বলা হয়েছে যা থেকে আমরা গ্রহণ করে তাকে গ্রহ বলা হয় সূর্য থেকে তাপ আলো ইত্যাদি গ্রহণ করে, তাই শাস্ত্রমতে সূর্যকে গ্রহ বলা হয়েছে |
এই রাশির প্রতীক চিহ্ন হল সিংহ, তাই এরা তেজস্বী, সাহসী, গাম্ভীর্যপূর্ণ, সিংহরাশি তেজস্বী হওয়ার সাথে সাথে জ্যোতির্ময় বটে, অর্থাত্ সিংহরাশিতে জন্ম মানুষেরা নিজের ক্ষমতার দ্বারা নিজের চেষ্টায় নিজের উন্নতি করে, তেমনি অন্যের উন্নতি করার চেষ্টা করে, সূর্য হল সৌরজগতের রাজা, তাই এদের মধ্যে রাজকীয় ভাব লক্ষ্য করা যায় ভাল পোশাক, ভালো খাবার, ভালো বাসস্থান, সমস্ত কিছুর মধ্যেই রাজকীয় ভাব দেখা যায়| এঁরা নীতিবান, নীতি তৈরি করে এবং সেই নীতি অনুসারে সবাইকে পরিচালনা করতে চান, নিজেও সেই নীতি মেনে চলেন| এঁদের আত্মবিশ্বাস প্রচুর, এরা মনে করে এদের নেওয়া সিদ্ধান্ত সঠিক, এবং সেই সিদ্ধান্তে শেষ অবধি টিকে থাকে| এঁরা শারীরিক পরিশ্রমের থেকে মানসিক পরিশ্রম বেশি পছন্দ করে| এরা এমন কোন কর্ম করতে চায় যেখানে এঁরা নিজেই বস বা মালিক| কর্ম যাই হোক না কেন এঁরা কখনও ঘাবড়ে যায় না, এরা বিশ্বাস করে যে,
যে কোনও কর্মই এরা ভালভাবে করতে পারে| ভবিষ্যত উজ্জ্বল করার প্রাণপণ চেষ্টা করে| কঠিন সময়েও এঁরা আশার প্রদীপ জেলে ভয়ানক অন্ধকার পার করার দিকে এগিয়ে চলে, এরা সাহসী হওয়ার সাথে সাথে ধৈর্য শালী, পরিস্থিতির সঙ্গে নিজে মানিয়ে নিয়ে চলতে পারে, এবং পরিস্থিতি সামাল দেওয়া এঁদের বড় গুণ|
সব পরিস্থিতিকে পার করার রাস্তা এরা তৈরি করে নিতে পারে| সিংহ রাশির মানুষ বেশ সংবেদনশীল ও ভাবুক প্রকৃতির এরা অন্যের থেকে সাহায্য নেওয়া সংকোচ বোধ করে, কিন্তু অন্যকে উদার মনের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, বিনিময়ে তাঁদের থেকে ভালবাসা ও সম্মান আশা করে কিন্তু সেটুকু প্রাপ্তি হতে চায় না| সিংহ রাশির বেশির ভাগ মানুষের ছোট থেকেই সংঘর্ষের মধ্যে দিয়ে কাটাতে হয়| গৃহস্থ জীবনেও এরা অনেক দায়িত্ব পালন করে, এরা বেশির ভাগ ক্ষেত্রেই ভালোবাসা থেকে বঞ্চিত হয়| সিংহ রাশির মানুষেরা রাজনীতি ক্ষেত্রে বিশেষ প্রতিষ্ঠা লাভ করতে পারে, টিম পরিচালনা করার দক্ষতা এঁদের মধ্যে প্রচুর| এরা উচ্চস্বরে কথা বলে এবং হুকুম দেওয়ার স্বভাব এঁদের মধ্যে দেখা যায়| কোনো রকম কোনও রকম দায়িত্বহীনতা এদের চোখে পড়লে প্রচণ্ড রেগে যায়, সহনশীল হলেও কিছু কিছু সময় অল্পতেই খুব রেগে যায়, এবং ভীষণ রূপ ধারণ করে, এরা রেগে গেলে শান্ত হতে লাগে |বিবাদ করা বা বিবাদে জেতা এঁদের এক ধরন| সিংহ রাশির জীবনে কিছু সমস্যা ভোগ করতে হয় নিজেদের স্বভাবের কারণে|
এরা অনেক সময় বাস্তবতাকে স্বীকার করে নিতে পারে না, নিজেদের মনগড়া সিদ্ধান্ত নিয়ে ফেলে, এর জন্য জীবনের কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে এ পিছিয়ে পরে|
প্রিয় পাঠক বন্ধুরা সিংহ রাশির মানুষের মধ্যে অহমিকা ও মোহ বেশি পরিমাণে লক্ষ্য করা যায়| সামনের দিনগুলোতে এর থেকে সচেতন হওয়ার চেষ্টা করুন| কল্পনাকে ত্যাগ করে বাস্তবের দিকে লক্ষ্য করবেন, যা কিছু আপনাকে প্রভাবিত করবে তার উপরে বাস্তব বুদ্ধি তারা বিচার করে নেবেন, কোনও কিছুতেই আর আবেগ বশতঃ হটকারী সিদ্ধান্ত নেবেন না| পরমেশ্বর আপনাকে শ্রেষ্ঠতর আসনে বসাতে চায়, তাই আপনাকে জ্ঞান গরিমা শক্তি সাহস সমস্তকিছু দিয়েছে| হয়তো নিজের কোনও ভুলের কারণে আপনি বারবার পিছিয়ে পড়ছেন| তাই মনে রাখবেন সেই ভুলগুলো আপনাকেই খুঁজে বার করতে হবে, এবং সেই ভুলের থেকে শিক্ষা নিয়ে সামনের পথে এগিয়ে যেতে হবে| আপনার মনোকামনা পূর্ণ হোক ঈশ্বর আপনার মঙ্গল করুক এই বলে আজকের লেখা শেষ করছি|
নমস্কার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন