কেমন হয় কুম্ভ রাশির মানুষের স্বভাব
কুম্ভ রাশির মানুষের স্বভাব কেমন কুম্ভ রাশি
![]() |
কুম্ভ রাশি |
Astrology ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
কুম্ভ রাশি চক্রের একাদশ রাশি| এই রাশির অধিপতি গ্রহ হল শনি দেব, এই রাশির প্রতীকচিহ্ন হল ঘড়া বা কুম্ভ, কী আছে এই ঘড়ার ভিতর তা কিন্তু বোঝা মুশকিল, তাই কুম্ভরাশির মানুষকে বাইরে থেকে চেনা যায় না| সাধারনত এরা শান্ত প্রকৃতির হয়ে থাকে ঘড়ায় জল থাকলে যেমন নিজের ঠান্ডা থাকে, সেই জল পান করে অন্যেরা ঠান্ডা হয়| এঁরা ঝামেলায় জড়াতে চায় না, এরা কথাবার্তা খুব বুঝে শুনে বলে কেউ যদি কোনও ভুল কথা বলে কোথাও তর্কে বা কোনও সমস্যায় জড়িয়ে পড়ে তাঁকে বাঁচানোর ক্ষমতা এদের মধ্যে আছে| এদের একাগ্রতা সকলের মন জয় করে ফেলে, এঁরা কোনও কাজকে নিজের ও পরের মনে করেনা, ভালো লাগে তাই করতেই থাকে, আত্মবিশ্বাস ও একাগ্রতা এতটাই বেশি যে কখনও কখনও নিজেদের যোগ্যতার বাইরেও অনেক কাজ করে ফেলে| কুম্ভ রাশির মানুষেরা নিজের প্রচেষ্টায় নিজের পরিশ্রমে নিজেকে যোগ্যতামান মানুষ তৈরি করে তোলে| এবং অন্যদের উন্নতি করার পরামর্শ দেয়| কিন্তু এদের পরামর্শ নিয়েও যদি উন্নতি করে পরে তাঁদের সঙ্গে দের সম্পর্ক থাকে না| কুম্ভ দানের প্রতীক তাই দান করাও এদের একটা স্বভাবের মধ্যে পড়ে, অন্যদের সাহায্য এঁরা যেভাবেই পারে করে থাকে, কুম্ভ রাশির মানুষের জীবনেও উত্থান পতন বেশি, শনিদেবের সংযমী ভাব এই রাশির মানুষের মধ্যে দেখা যায়, এঁরা জীবনে কর্তব্য পরায়ণ হয় কিন্তু আপন লোকেরা এদের ঠিক বুঝে উঠতে পারে না| জীবন সঙ্গীর সঙ্গেও অনেক মতভেদ থাকার পরেও সামাঞ্জস্য বজায় রাখার ধৈর্য এদের মধ্যে আছে| এরা নিজের কষ্ট নিজেরাই সহ্য করে অন্যকে কষ্ট দিতে চাই না এদের মানসিকতা ধীর প্রকৃতির হওয়ার কারণে, কঠিন সমস্যাও এরা ঠিক সমাধান করেই ফেলে, কিন্তু তবুও দুঃখ এদের চির সঙ্গী হয়ে থাকে|
প্রিয় পাঠক বন্ধুরা সময়ের চাকা কখনওই থেমে থাকে না, সময়ের পরিবর্তন সকলকেই মেনে নিতে হয়, কুম্ভ রাশির মানুষেরা বরদান স্বরূপ বল বুদ্ধি একাগ্রতা পেয়েছে, তাই এই শিক্ষাকে কাজে প্রয়োগ করে, জীবনে উন্নতির পথে এগিয়ে যেতে হবে| একটা কথা অস্বীকার করার জায়গা নেই যে কুম্ভরাশির অনেক সমস্যা নিজেদের স্বভাবের কারণে হয়েছে|আর এদের ভালো মানসিকতা অনেক সময় এদের সঙ্কটে ফেলেছে| আপনার জীবন সংকট মোচন হোক ঈশ্বরের কিছু দৃষ্টি আপনার উপরে বজায় থাকুক| এই কামনা করে আজকের লেখা শেষ করেছি |নমস্কার
খুব সুন্দর
উত্তরমুছুন