তুলা রাশির মানুষের স্বভাব কেমন হয়
|
তুলা রাশি
|
তুলা রাশি রাশি চক্রের সপ্তম রাশি, এই রাশির অধিপতি হল শুক্র । তুলা অর্থাৎ যা দিয়ে তোলা বা ওজন করা হয় বা পরিমাপ করা। হয় এই রাশির প্রতীক হল এক ব্যক্তি তৌলদণ্ড ধরে যেন কিছু ওজন করছে, এঁরা তুলনামূলক পরিমাপ করতে সক্ষম ভালমন্দ বিচার করতে সক্ষম, যাচাই করতে সক্ষম। এরা ভালো মন্দ বিচার করতে সক্ষম হলেও আশায় আশায় পথ চলে, অন্যের দ্বারা সহজেই প্রভাবিত অর্থাৎ নিজের চিন্তা ভাবনা না করে পথ চলতে থাকে। এদের সবচেয়ে বড় গুণ হল যে জীবনে অনেক কঠিন সমস্যা থাকলেও অন্য মানুষের দোষ না দিয়ে নিজের ভাগ্য বলে মেনে নিতে পারে। এবং এরা এদের মতো চলতে পারে| তুলারাশি মানুষের সহনশীলতা প্রচুর তুলা রাশির অনেক মানুষ নিজে পরিশ্রম দ্বারা উন্নতি করেছে জীবনে যেই অভিজ্ঞতা সঞ্চয় করেছে তার জন্য জীবনে অনেক সংঘর্ষ করতে হয়েছে। তুলা রাশির বেশির ভাগ মানুষ বিপরীত পথে সফলতা পেয়েছে যে ধরনের কাজ করতে চেয়েছে সেই পথে যেতেই পারেননি যা করতে চায়নি ভাগ্য তাকে সেই দিকে ঠেলে নিয়েছে, যারা এই পরিবর্তন মেনে নিয়েছে তাদের উন্নতি সহজেই হয়েছে। তুলা রাশির মানুষের বড় দোষ হল জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঝোঁকের বশে নিয়ে ফেলে এর জন্য জীবনে অনেক মূল্য চোকাতে হয় তাঁদের। এদের জীবন সমস্যাবহুল একটি সমস্যা কাটাতে না কাটাতেই আর একটা সমস্যা হাজির হয়ে যায়। এদের আত্ম প্রতিষ্ঠা করার চেষ্টা অর্থাৎ আমি আমি ভাব ও অনেক সময় এদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অন্যের সঙ্গে প্রতিযোগিতা বা অন্যকে দেখানোর চেষ্টা করেও অনেক কিছু নষ্ট করে ফেলে। এঁরা যাঁদের বিশ্বাস করে তাদের অন্ধের মতো বিশ্বাস করে আর তাঁদের দ্বারাই বেশি প্রতারিত হয়, অর্থাৎ এরা মানুষ চিনতে খুবই ভুল করে। তুলা রাশির মানুষের জীবন সমস্যা পূর্ণ জীবন হলেও এই রাশির অধিপতি গ্রহ শুক্র সকল বাধা অতিক্রম করার ক্ষমতা ও আত্মবিশ্বাস ধরে রাখার ক্ষমতা এদের দিয়েছে। রাশি চক্রে শুক্র যদি নিচসত থাকে তাহলে কিন্তু আত্মবিশ্বাস কম হয়।
প্রিয় পাঠক বন্ধুরা জীবনের উন্নতি করার ইচ্ছে থাকলে কারা আপনার সঙ্গে কী করেছে সেগুলো ভুলে যান এবং নিজেকে যোগ্যতামান মানুষ তৈরি করার দিকে এগিয়ে চলুন, না কারও কথা মতো চলুন, না কাউকে চালানোর চেষ্টা করুন। জীবনে চলার পথে যে মহানুভব আপনার হয়েছে, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে এগিয়ে চলুন। নিজের সমস্যাকে অন্য সমস্যা মনে করে সেটাকে ভাল করে পর্যবেক্ষণ করার চেষ্টা করুন, এই পর্যবেক্ষণ বা নিরপেক্ষতা বিচার করার ক্ষমতা পরমেশ্বর আপনাকে দিয়েছে। আবেগ ছেড়ে বিবেক, আর ভাবনা ছেড়ে বিচার, নিয়ে এগিয়ে চলুন। জীবনের যে পর্বতে আপনি অন্যের ভরসায় চড়তে চেয়েছিলেন তা আপনি নিজেও চড়তে সক্ষম।
পরমেশ্বর আপনার মঙ্গল করুক এই বলে আজকের লেখা শেষ করছি।
নমস্কার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন