কর্কট রাশির মানুষের স্বভাব কেমন হয়
|
কর্কট রাশি
|
কর্কট রাশি রাশি চক্রের চতুর্থ রাশি, এই রাশির অধিপতি হল চন্দ্র| এই রাশির প্রতীক চিহ্ন হল কাঁকড়া তাই কর্কট রাশিতে যাঁদের জন্ম তাঁরা প্রচণ্ড সংবেদনশীল এবং ভাবপ্রবন আবেগ প্রবন| কর্কটরাশি, জলরাশি এই রাশির অধিপতি চন্দ্র জল কারক গ্রহ, তাই এদের ভাব প্রবণতা জলতরঙ্গের মতো, জল যেমন নিজের খেয়ালে বইতে থাকে, বাধা পেলে বাধা অতিক্রম করতে পারে না, তখন ফুলে ফেঁপে এঁরা সাংঘাতিক আকার ধারণ করে, এবং ভীষণ ভাবে সমস্ত বাধা ভেঙে চুরমার করে দেয়| কর্কট রাশির মানুষও ঠিক তেমনি বাধা পেলে ভাব আবেগে পূর্ণ হয়ে ওঠে এবং সমস্ত বাধা অতিক্রম করে| বাধা না পেলে এরা নিজের মতো নিজের বইতে থাকে| এরা জলের মতো শান্ত হলেও আবার সুনামির মতো ভয়ঙ্কর, সাধারনত এদের ভয়ঙ্কর রূপ কমই দেখা যায়| এমনিতে কর্কট রাশির মানুষরা শান্ত ও শীতল| জল যেমন যে পাত্রে যায় সেই পাত্রের আকার ও রূপ ধারণ করে, এরাও ঠিক তেমনি যে কোনও পরিবেশেই মানিয়ে চলতে পারে|এরা কারও অধীনে বা কেউ এদের দিয়ে চাপ দিয়ে কাজ করিয়ে নিতে চাইলে তা এঁরা কখনও মেনে নিতে পারে না, কিন্তু এদের ভালোবাসা দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া যায়| এরা পরিবারের জন্য খুব বেশি চিন্তা করে তাই পরিবারের কর্তব্য বেশি করতে হয়| এরা সকলকে এক সাথে ধরে রাখবার চেষ্টা করে, এবং সকলের প্রতি কর্তব্য করারও চেষ্টা করে| এঁদের কাছে কেউ পরামর্শ চাইতে গেলে এরা পরামর্শের সাথে সাথে সাহায্যের হাত বাড়িয়ে দেয়| নিজের কাছে না থাকলেও কোনও না কোনও উপায় সাহায্য করার চেষ্টা করে| কিন্তু এঁরা কারও কাছে কখনও সাহায্য চাইতে গেলে সাহায্য তো দূরের কথা ভালো পরামর্শ পায় না| এরা এতটাই সহানুভূতিশীল ও স্নেহপ্রবণ যে এদের সঙ্গে যারা বেইমানি করেছে,তাকেও কষ্ট পেতে দেখলে দুঃখী দেখলে আবারও সাহায্য করতে দুইবার ভাবে না| কর্কট রাশি কে মাতৃ কারক রাশিও বলা হয়, মা যেমন, সন্তান হাজার অন্যায় করলেও সন্তান স্নেহে ক্ষমা করে, দেয় কর্কট রাশির মানুষ তেমনি, এরা মানুষের সাথে সাথে পশু পাখি এবং এই প্রকৃতির সব কিছুর জন্যই এদের মনে করুণা আছে| এরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন কিন্তু তবুও এরা চলে হৃদয়ের ভাব বা মনের আবেগ দ্বারা| নারকেল যেমন ভিতরে নরম হলেও ওপরে শক্ত আবরণ রয়েছে, তাই এদের সঙ্গে না মিললে দূর থেকে শক্তই দেখা যাবে| এদের সব কিছু নির্ভর করে এদের মন মানসিকতার উপরে|এদের মানসিকতা পরিবর্তনশীল এঁরা মন চাইলে রাজ্য দিয়ে দিতে পারে দিতে না চাইলে সুচও দেবে না| কর্কট রাশির মানুষেরা ছোট ছোট ব্যাপারেও ভাব আবেগে ভেঙে পড়ে| প্রেম ভালোবাসার ক্ষেত্রে এঁরা বিপরীত লিঙ্গের প্রতি প্রচণ্ড আকৃষ্ট হয়ে যায়| ভালোবাসার মানুষের জন্য সবকিছুই করতে পারেন, তাঁর কাছে তাই আশা করেন, কিন্তু তা না পাওয়ায় মানসিক কষ্ট ভোগ করে, এরা প্রতিটি সম্পর্কের গুরুত্ব দিতে জানে, তাই এদের সঙ্গে সকলের সম্পর্ক দীর্ঘ দিন ধরে টিকে থাকে| এরা খুব কল্পনাপ্রবণ ও অনুভূতিশীল অন্যের সুখ দুঃখ বেদনা ভালোবাসা সবকিছুই খুব ভালোভাবে অনুভব করতে পারে |কর্মক্ষেত্র বেশ ভাল বুদ্ধিমত্তার পরিচয় দেন অনেক পরিশ্রম করতে পারেন, নীতি বাদকে প্রাধান্য দেয় তবুও কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দেয়, এবং যোগ্যতা অনুসারে ধন প্রাপ্তি হয় না| এরা যে কোনও সিদ্ধান্ত অনেক ভাবনা চিন্তা করে নেয়, এবং অনেক পরিশ্রম ও অনেক সংঘর্ষ করেও আশানুরূপ ফল হয় না|প্রিয় পাঠক বন্ধুরা কর্কট রাশির মানুষেরা নিজের আবেগ বশতো কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, এঁরা কখনও কখনও নিজের ক্ষতিকরে অন্যের উপকার করে, অন্যের খুশিতে খুশি হওয়া আপনার স্বভাব, কিন্তু তাঁদের থেকে দূরে থাকা বেশ ভাল যাঁরা আপনার খুশি দেখে হিংসা করে| পরমেশ্বর আপনাকে যথেষ্ট ধৈর্য ও সাহস দিয়েছে| আপনি যদি মনে করেন, মন আর বুদ্ধিকে একসঙ্গে কাজে লাগিয়ে চলতে পারেন, যদি পারেন, তাহলে যোগ্যতা থাকতেও যে সফলতা আপনি পাননি, সঠিক মূল্য পাননি, এখন তার ফল অবশ্যই পাবেন| আপনার জীবন সুন্দর হোক এই বলে আজকের লেখা শেষ করছি|
নমস্কার
Kotha gulo sob mila gelo Thanks
উত্তরমুছুন