ধনুরাশির মানুষের স্বভাব কেমন হয়
|
ধ্নু রাশি
|
ধনু রাশি রাশি চক্রের নবম রাশি এই রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি, প্রতীক চিহ্ন হল অশ্বারোহী ধুরন্ধর, নিচের অংশ অশ্ব অর্থাৎ ঘোরা, উপরে তিনি ধনুকে বাণ নিশানা করছেন| জ্যোতি বাচস্পতি মহাসয় বলেছেন প্রকৃতির শক্তিকে যা সম্পূর্ণ প্রকৃতির অধীনে ছিল এই ধনুর্ধর চায় তাঁকে প্রকৃতির অধীন থেকে মুক্ত করে নিজের অধীনে আনতে| ধনু রাশিতে যাঁদের জন্ম হয়েছে সেই ওরা চায় স্বাধীনতা, অপরের অধীনের শিকল কেটে বের হতেই হবে, এই ওদের সংকল্প, স্বাধীন হয়ে মুক্তির পথ খোঁজা এই হল এদের উদ্দেশ্য|এরা কোনো কর্মে লিপ্ত হলে সেই কাজ সম্পূর্ণ করার যথাসাধ্য চেষ্টা করে| এদের মধ্যে সাহস যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু মাঝে মাঝে যতটা আশা নিয়ে কাজ শুরু করে ঠিক সেই ভাবে শেষ করতে পারে না, কিছু না কিছু বাধা ও সমস্যা তৈরি হয়ে যায়| সব কাজই বেশ চিন্তা ভাবনা করে করে, কিন্তু তবুও ধনু রাশির লোকেদের উদ্দেশ্য পূরণ করতে অনেক সময় লেগে যায়| এদের সমস্যার মোকাবেলা করার মতো ক্ষমতা আছে, তবুও এদের মধ্যে দুশ্চিন্তা থাকে যে এই সমস্যা থেকে কবে মুক্তি পাব, অন্ধকার ভেদ করে আলোর সন্ধান কিছুতেই যেন করতে পারে না| ধনু রাশির মুলা নক্ষত্র যাঁদের জন্ম তাঁদের কিন্তু বেশি সমস্যা ভোগ করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে সফলতা আসলেও কিছুদিনের মধ্যে তা জটিলতায় পরিণত হয়| পূর্বষাঢ়া ও উত্তরষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তাদের মাঝে মাঝে আর্থিক অভাব দেখা যায়, কিন্তু যে কোনও পরিস্থিতিতেই এঁদের খুশি থাকতে দেখা যায়, এই খুশি থাকার স্বভাব এঁদের আত্মবিশ্বাস ধরে রাখতে সাহায্য করে| ধনু রাশির মানুষ মনের থেকে থেকে অনেক বেশি ধনী, ত্যাগ করার ক্ষমতা এদের অন্য রাশির মানুষের থেকে অনেক বেশি, এঁরা কারও জন্য কিছু করলে নিজের কথা না ভেবেই তার জন্য করতে থাকে, কিন্তু কেউ যদি এদের কথা না বোঝে তাহলে এরা রাগ করে, এবং তাঁকেও ত্যাগ করে দেয়| এরা খুব ধৈর্য সহকারে সমস্ত সমস্যার সমাধান করে থাকে, কিন্তু তবুও পারিবারিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ভালবাসার ক্ষেত্রে, নানান সমস্যার কারণে মানসিক কষ্ট করতে হয়| কর্মক্ষেত্রে বিশেষ সুনাম অর্জন করলেও অনেক পরিশ্রম করেও সফলতা আসতে চায় না| টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রেও খুব চিন্তা ভাবনা করে না সেই কারণে এদের অর্থ হানি হয়| এরা জ্ঞানী আদর্শবাদী এবং বাস্তববাদী তাঁর সাথে সাথে বিজ্ঞান, সাহিত্য দর্শনের মূল সত্য অনুসন্ধান করার ক্ষমতা ধনুরাশির মানুষের বেশি| এরা ক্ষমতার লোভী সবকিছু নিজের আয়ত্তে রাখতে চায়, সেই কারনে, এদের জীবনে অনেক মাশুল দিতে হয়| এঁরা খুব সেন্টিমেন্ট, সেই সুযোগ নিয়ে অনেকে নিজেদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করেছ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এরা শুধু ভাবতে থাকে এ ভাবেও কিছু সুযোগ হাতছাড়া করেছে| প্রিয় পাঠক বন্ধুরা, আপনি ফালতু চিন্তা ভাবনা করে যে মূল্যবান সময় নষ্ট করেছেন, এখন থেকে সেই দিকে লক্ষ রাখবেন|একটা কথা মনে রাখবেন অন্যের চিন্তাধারা অন্যের মতোই হয়, সেটা নিজেরা বোঝার চেষ্টা করুন অন্যকে বোঝানোর চেষ্টা অনেক করেছেন, অন্যের পিছনে অনেক সময় নষ্ট করেছেন, তার জন্য অনেক মাসুল দিতে হয়েছে| অন্যের দ্বারা ধনু রাশির মানুষের জীবনে কী লাভ হয়েছে তা ধনুরাশির মানুষের চাইতে কেউ বেশি জানে না| বন্ধুরা সময়ের থেকে বড় শিক্ষক আর কেউ নেই একবার সেই শিক্ষাকে কাজে লাগিয়ে জীবনে উন্নতির পথে এগিয়ে চলতে হবে| একই ভুল বারবার করলে বুদ্ধিমানের পরিচয় থাকে না| আপনার মানসিক যন্ত্রণা হয় এমন সব কিছুর থেকে দূরে থাকাই মঙ্গল |
আপনার জীবন শান্তিপূর্ণ হোক এই কামনা করে আজকের লেখা শেষ করছি |
নমস্কার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন