কেমন হয় মিথুন রাশির মানুষের স্বভাব

মিথুন রাশির মানুষের স্বভাব কেমন হয়

কেমন হয় মিথুন রাশির মানুষের স্বভাব

মিথুন রাশি 

মিথুন রাশি রাশি চক্রের দ্বিতীয় রাশি, এই রাশির অধিপতি গ্রহ হল বুধ, বুধ সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ হওয়ার কারণে সূর্যকে গ্রহদের মধ্যে সবথেকে কম দিনে প্রদক্ষিণ করতে পারে,  বুধকে তাই বালক গ্রহ বলা হয়| মিথুন রাশিতে জন্ম মানুষেরা অর্থাত্ আপনারা খুবই চঞ্চল বালকের মতো স্বভাব এক জায়গায় ঠিক নিজেকে স্থির রাখতে পারেন না, কিন্তু বালকেরা যেমন সব কিছু দেখে শুনে শিখে নিতে পারে, এদের মধ্যে এই বৈশিষ্ট্য বর্তমান| এঁদের বিশেষত হল এই যে এঁরা শিক্ষা বিদ্যা আনন্দ উত্সব ইত্যাদি সকল ক্ষেত্রেই থাকতে পারেন| এদেরবেশি কথা বলা হাসি মুখ ও শান্ত স্বভাব সকলের দৃষ্টি আকর্ষণ করে, তাই এদের অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়, এদের চঞ্চলতা ও অনেক মানুষের সঙ্গে সম্পর্কের কারণে এদের শারীরিক ও মানসিক কষ্টও ভোগ করতে হয়| এদের বন্ধুবান্ধব অন্য রাশির তুলনায় বেশি হয়, এরা গল্প করা আড্ডা মারা খুব পছন্দ করেন, কথা বলার ক্ষমতা এদের খুব ভাল হয় তাই এদের কথা সকলে শুনতে পছন্দ করে, এছাড়াও এরা জ্ঞান সঞ্চয় করতে ভালোবাসে,  শিক্ষা ক্ষেত্রেও এঁদের বেশ আগ্রহ দেখা যায়, এরা যুক্তি নিয়ে কথা বলে এদের সব বিষয় বোঝার মতো অদ্ভুত ক্ষমতা আছে| মিথুন রাশির জোড়ার প্রতীক তাই এঁরা একা চলা একদম পছন্দ করে না এবং এদের দুই দ্বৈত ভাব লক্ষ্য করা যায় অর্থাত্ দুই রকম স্বভাবের হয়ে থাকে| তাই এঁদের বোঝা খুব কঠিন, এরা কখন চুপচাপ আলস্য করে বসে থাকতে পারেনা, এবং একই সময় বহু কাজ করতে চায়|মিথুন রাশির জাতক জাতিকারা বহুমুখী প্রতিভার অধিকারীষ, সব কিছু শেখার ইচ্ছা সব কিছু পাওয়ার ইচ্ছা এদের মধ্যে দেখা যায়|এরা বেশ বুদ্ধিমান ও চতুর হয় এরা নিজের প্রয়োজনে অন্যের সঙ্গে বন্ধুত্ব করে নিতে পারে, তাতে সে পছন্দ করুক বা না করুক|এঁদের মধ্যে অন্যকে প্রভাবিত করার অদ্ভুত ক্ষমতা আছে|এরা যে কোনো কর্মেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অনেক রকম কর্ম করার প্রবনতা থাকার জন্য কোনও কিছুতেই সফলতা আসতে চায় না| মিথুনরাশি বায়ু রাশি হওয়া কারণে এদের জীবনের স্থিরতা থাকে না, এদের জীবন পরিবর্তনশীল এবং গতিশীল| সকলের জন্য ভাল করার চেষ্টা করে কিন্তু নিজেরা সহজে প্রতিষ্ঠিত হতে পারে না| এদের মনে সব সময় প্রতিযোগিতার ভাবনা থাকে, তাই এঁদের জীবন অনেক সংঘর্ষের মধ্য দিয়ে কাটে| মিথুন রাশিতে জন্ম মেয়েরা খুব সহনশীল হয় এবং এদের জীবনে অনেক বেশি সংঘর্ষ করে জীবন কাটাতে হয়,  ধর্মে কর্মে ও মানুষের সেবা করাতে খুব ভক্তি ও বিশ্বাস রাখে আত্মসম্মান বজায় রাখতে অনেক ত্যাগ ও স্বীকার করে, দাম্পত্য জীবনে বেশির ভাগ বিপরীত পরিস্থিতির মধ্যে কাটাতে হয়| মিথুন রাশির মানুষেরা পরিশ্রম তো প্রচুর করে কিন্তু ভাগ্যে বেশির ভাগ ক্ষেত্রে সহজেই সফলতা প্রাপ্ত হয় না| এরা অতিরিক্ত খরচ করার কারণে ধন সঞ্চয় করতে পারে না,  টাকা পয়সার চিন্তা মাঝে মাঝিদের ঘুম কেড়ে নেয়, লেনদেন বা ধারদেনা কোনও কিছুর চিন্তা লেগে থাকে, তাই এদের সমস্যা একটার পর একটা লেগেই থাকে, একটা সমস্যা শেষ হতে না হতে আর একটা সমস্যা ভোগ করতে হয়, তখন এঁরা মানসিক ভাবে খুব দুর্বল হয়ে পড়ে, এবং নতুন করে কিছু করার ইচ্ছে টুকুও এদের মনে থাকে না| প্রিয় পাঠক বন্ধুরা পরমেশ্বর আপনাদের অনেকবার অনেক কিছুই দিয়েছে আপনি ধরে রাখতে পারেননি যে আকাঙ্ক্ষা গুলো পূর্ণ হয়ে গেছে সেগুলো তো ভুলেই গেছেন, কিন্তু যেগুলো পূর্ণ হয়নি সেগুলো মনে করে দুঃখ করলেই চলবে না| আপনার জ্ঞান বুদ্ধি সাহস ও পরিশ্রম করার মতো ক্ষমতা এবং মানুষের সঙ্গে পরিচয় তার সাথে আছে কিছু কাম, ক্রোধ, লোভ| নেই শুধু মানসিক স্থিরতা খুব তাড়াতাড়ি উন্নতি করার আশায় হটকারী সিদ্ধান্ত নিলে হাতে আসে শুধু ব্যর্থতা| তাই নিজের ভুল থেকে অভিজ্ঞতা সংগ্রহ করে সঠিক সিদ্ধান্ত নিলে সফলতা আপনার কাছে অবশ্যই ধরা দেবে| পরমেশ্বর আপনার মঙ্গল করুক এই বলে আজকের লেখা শেষ করছি|
নমস্কার

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শ্রাবণ মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

হাতের আয়ু রেখা বিচার