মীন রাশির মানুষের স্বভাব কেমন হয়
|
মীন রাশি
|
Astrology ভিডিও দেখতে
এখানে ক্লিক করুন
মীন রাশি রাশি চক্রের দ্বাদশ রাশি বা অন্তিম রাশি, এই রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি, দেবগুরু
বৃহস্পতি, রএই রাশির প্রতীক চিহ্ন হল সমুদ্র তলের দুটি মাছ একে অপরের লেজে মুখ করে রয়েছে, সমুদ্রের যেমন দুটি রূপ বাইরে থেকে দেখা যায় অস্থিরতা, উচ্ছ্বাস, চঞ্চলতা, আর তলদেশে প্রশান্ত, গম্ভীর, স্থির|তাই মীন রাশির মানুষেরা যেমন বাইরে থেকে উচ্ছ্বাস
চঞ্চলতা অস্থিরতা সবই দেখা যায়, কিন্তু এটা তাঁর সত্য রূপ নয় মীন রাশির মানুষ এত সব কিছুর সাথে সাথে প্রশান্ত, গম্ভীর ধীর স্থির সম্পন্ন হয়ে থাকে|মীন রাশির বেশির ভাগ মানুষ নম্র ভদ্র হয় কিন্তু এঁদের
আত্মবিশ্বাস কম হয়, এই জন্য সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেনা| বেশি চিন্তা করা, শান্ত থাকা, ভ্রমণ করা এই রাশির মানুষের স্বভাব, অল্পতে খুশি হওয়া এঁদের বড় গুণ| মীন রাশির বেশির ভাগ মানুষ সমুদ্র, নদীর পাড়ে ঘুরতে পছন্দ করেন, আবার কিছু কিছু মানুষ বেশি জলে ভয় পায়| সামাজিক কর্মে এরা বেশ উৎসাহিত থাকে, যা করেন মন থেকে করেন তাই ভন্ড যারা আছে তাঁদের সঙ্গে মতবিরোধ দেখা যায়, ভণ্ডামি সহ্য করতে পারেনা, ভাগ করে খাওয়ার চিন্তা এঁদের মধ্যে সব সময় থাকে, কাউকেই পর মনে করে না, উদার মন নিয়ে সবার সাথে বন্ধুত্ব করে থাকে| এরা ধার্মিক হওয়ার সাথে সাথে বুদ্ধিমান ও দূরদৃষ্টি সম্পন্ন, জ্ঞান বিজ্ঞান ও দর্শন সাহিত্যের উপরে আগ্রহ থাকতে পারে| অন্যদের সৎ পরামর্শ দেওয়া ও উপদেশ দেওয়া এদের স্বভাবের মধ্যে পড়ে, মোট কথা অন্যদের সহযোগিতা করাই এদের ধর্ম| এরা কর্মক্ষেত্রে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করে থাকে তবুও অনেক জটিলতা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়| বহুমুখী প্রতিভা থাকার কারণেও বহু সমস্যার মধ্যে দিয়ে কাটাতে হয় এদের| মীন রাশির মানুষ সব কর্ম তারাতারি শেষ করতে চায়, এবং বিশ্বস্ততা বজায় রেখে সকল কর্ম করে| এঁরা সব সময় নিজের মান সম্মান বাঁচিয়ে রাখার চেষ্টা করে|
পরমেশ্বর মাঝে মাঝে এদের ধনসম্পদ উপার্জন করার সুযোগ দেয়, আবার মাঝে মাঝে অনেক জটিলতা সৃষ্টি হয়, কখনও পারিবারিক সমস্যা, আবার কখনও কর্মক্ষেত্রে জটিলতা, অর্থাৎ ভালো চলতে জগতে এমন কিছু বাধা আসে মনে হয় যেন কারও অশুভ দৃষ্টি পড়েছে, সাংসারিক ক্ষেত্রে এরা নিষ্ঠা সহকারে কর্তব্য করে গেলেও পারিবারিক সদস্যদের সঙ্গে মতভেদ দেখা যায়| এরা চায় এমন জীবনসঙ্গী যে এদের সংবেদনশীলতা ও ভাবতা বুঝতে পারে, কিন্তু বেশির ভাগ মীন রাশির মানুষ নিজের পছন্দমতো জীবন সঙ্গী পায় না, তখন তাঁরা আত্মত্যাগের মধ্য দিয়েই সব কিছু মানিয়ে চলার চেষ্টা করে| এরা সমস্ত রকম সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য অনেক আত্ম সুখের বলিদান দিয়ে থাকে, এরা সকলের সুখের জন্য সর্বস্ব ত্যাগ করে দিতে পারে| মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি ইনি শিক্ষক, গুরু, তাই মীন রাশির মানুষের মধ্যে জ্ঞান পিপাসু স্বভাব লক্ষ্য করা যায়, এরা শিক্ষা গ্রহণ করতে বেশ ভালোবাসেন, এবং শিক্ষা দান করতে খুব ভালোবাসেন, এঁরা শিক্ষক, ধর্মযাজক, সাহিত্য, দর্শন ক্ষেত্রে বিশেষ নাম করতে পারে |এরা নিজের জ্ঞান দ্বারা অন্যকে নিজের অধীনে রাখতে চায়, অর্থাৎ ক্ষমতার লোভ এদের মধ্যে কিছুটা আছে এবং রাজনৈতিক ক্ষেত্র বিশেষ উন্নতি করতে পারে |
প্রিয় পাঠক বন্ধুরা মীন রাশির মানুষের বহু গুণ থাকা সত্ত্বেও এঁরা কিছু সময় নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারেনা, রাগের বশে অন্যকে মনে আঘাত দিয়ে কথা বলে, আবার অনেককে গুরুত্বই দেন না, এই জন্য মাঝে মাঝে একাকিত্ব অনুভব করতে হয় এঁদের, এদের নিজের কিছু স্বভাবের কারণেই নিজের সমস্যার সৃষ্টি হয়, এবং অন্যের দ্বারা লাঞ্ছিত হতে হয়|
বন্ধুরা নিজের দোষ না দেখাও কিন্তু এক মহা দোষের মধ্যে পড়ে তাই যে স্বভাবের কারণে আপনার জীবনে জটিলতার সৃষ্টি হয়েছে সে স্বভাব গুলো পরিত্যাগ করতেই হবে| দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি সব সময় আপনার উপরে ছিল ও আগামী দিনেও থাকবে| আপনার মনস্কামনা পূর্ণ হোক এই বলে আজকের লেখা শেষ করেছি |
নমস্কার
Astrology ভিডিও দেখতে
এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন