বিশ্বখ্যাত মেধাবীরাই কেন নাস্তিক হয়?

ছবি
  MyAstrology  — যুক্তি, আস্থা ও মানুষের মানসিক দ্বৈততা নিয়ে এক দার্শনিক বিশ্লেষণ ✍️ Prodyut Acharya সমাজে একটি প্রচলিত ধারণা হল: “বিশ্বখ্যাত মেধাবীরা সাধারণত ঈশ্বরে বিশ্বাস করেন না” বা তারা নাস্তিক । এই বক্তব্যটি যেমন বিভ্রান্তিকর, তেমনি একপাক্ষিক। কারণ "মেধা" বলতে আমরা কী বুঝি, এবং "বিশ্বাস" বা "আস্থা" মানে ঠিক কী — এই দুই বিষয় না বুঝলে ভুল সিদ্ধান্তে পৌঁছানো স্বাভাবিক। 📚 মেধা কাকে বলে? — একটি বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি মেধা কেবলমাত্র পিএইচডি ডিগ্রিধারীদের বিষয় নয়। দার্শনিকের মেধা চিন্তাশক্তিতে, বিজ্ঞানীর মেধা বিশ্লেষণ আর পর্যবেক্ষণে, কৃষকের মেধা বাস্তব অভিজ্ঞতা ও সৃষ্টিশীল প্রয়োগে, গৃহিণীর মেধা সংসার রচনায়, সাধকের মেধা আত্মোপলব্ধিতে। অর্থাৎ, মেধা একমাত্রিক নয় , এটি ক্ষেত্রভেদে বিভিন্নভাবে প্রকাশ পায়। ⚖️ ধর্ম বনাম বিজ্ঞান? নাকি পরিপূরক দু'টি পথ? আমরা মানবজাতির মানসিক গঠন যদি বিশ্লেষণ করি, দেখি মানুষের মধ্যে দুটি বিপরীতমুখী প্রবণতা রয়েছে: যুক্তি, বিশ্লেষণ, প্রমাণনির্ভর মনন — যা বিজ্ঞান জন্ম দেয় আস্থা, অনুভব, মান্যতা ও অ...

কেমন হয় বৃষ রাশির মানুষের স্বভাব

বৃষ রাশির মানুষের স্বভাব কেমন হয়


কেমন হয় বৃষ রাশির মানুষের স্বভাব

বৃষ রাশি


বৃষ রাশি রাশি চক্রের দ্বিতীয় রাশি, এই রাশির অধিপতি গ্রহ হল শুক্র,  দৈত্যাচার্জ শুক্র,  বৃষ রাশির প্রতীক চিহ্ন ষাঁড় তাই বৃষ রাশিতে জন্ম মানুষ শান্ত থাকলে খুবই নম্র ও ভদ্র থাকে,  যখন রেগে যাই তখন সাংঘাতিক রূপ ধারণ করে, তখন এদের সামলানো খুব মুশকিল হয়ে যায়।
 এ ছাড়াও শুক্র হল প্রেম প্রীতি ভালোবাসা ও সৌন্দর্যের কারক গ্রহ, তাই বৃষ রাশির মানুষের মধ্যে সৌন্দর্যের ভাব লক্ষ্য করা যায়, যেমন বৃষ রাশির মানুষ সু-বস্ত্রধারী, সুন্দর ব্যবহার, ও সঙ্গীতপ্রিয়,  শিল্পকলার দিকেও বিশেষ ঝোঁক থাকে, আরামপ্রিয় জীবনযাপন করার স্বপ্ন সব সময় এদের মধ্যে থাকে, যেমন  ভালো খাবার,  ভালো বাড়ি, ভালো গাড়ি, সমস্ত ভাল কিছু ভোগ করার বাসনা থাকে মনে।
এরা সব কথা মুখের উপরে বলে দেওয়ার সাহস রাখে, কোনও কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলে না, সোজাসাপটা বলে দেয়, এমনকি নিজের লাভ লোকসানের কথাও চিন্তা করেন না।
এরা চেষ্টা করে অন্যের সহযোগিতা যতটা সম্ভব কম নেওয়ার,  যদি কেউ এদের সমালোচনা করে, এরা বেশির ভাগ ক্ষেত্রে গুরুত্ব দেয় না, আর যদি কেউ ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে, তাঁকে উচিত শিক্ষা দেওয়ার সাহস রাখে, আবার এরা নিজের আত্মসম্মান বাঁচিয়ে রাখার জন্য অনেক ত্যাগ স্বীকার করে নিতে রাজি।
এরা নিজে ভালো থাকতে এবং অন্যদের ভাল রাখতে চেষ্টা করেন, কিন্তু যাঁদের জন্য করে,  তাঁদের মধ্যে কিছু লোকের সঙ্গে মতের অমিল দেখা যায়।  
এরা মাঝে মাঝে ভালো মানুষ মনে করে ভণ্ডদের জন্য দুঃখ করে, পরে তারাই এবার এদের বিরুদ্ধে চলে যায়, বিপরীত পরিস্থিতিকে সামলানোর ক্ষমতা এদের মধ্যে আছে কিন্তু ভালো মানুষ খুঁজতে গিয়ে জীবনে অনেক  মূল্যবান সময় নষ্ট করে।
এঁরা খুব বড় মনের মানুষ অনেকের উপকার করে তার মধ্যে কিছু ভুলেও যায় তাঁদের কাছ থেকে কী পাবে তা কখনো ভাবেরে, আপন মনে করা মানুষগুলো এঁদের সমালোচনা করে তখন এদের মানসিক কষ্ট হয় কিন্তু এরা চুপচাপ সহ্য করে নেয়। পারিবারিক ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক উপকারের বদলে উপকার ফিরে পায় না।
প্রতিটি রাশির মতো বৃষ রাশির তিনটি নক্ষত্র, এই আলাদা আলাদা নক্ষত্রে জন্ম মানুষ আলাদা আলাদা প্রকৃতির হয় বৃষ রাশির অধিপতি শুক্র, শুক্র আত্মবিশ্বাস ধরে রাখতে সাহায্য করে, কিন্তু রাশি চক্রে শুক্র যদি পীড়িত থাকে তাহলে আত্মবিশ্বাস কম হয়।
প্রিয় পাঠক বন্ধুরা জীবনের মহা সম্বল কি আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা ও আত্মসম্মান, যদি নিজের উপর বিশ্বাস থাকে তা হলে সময়ের সাথে সাথে সফলতা অ
বশ্যই এসে আপনার কাছে ধরা দেবে, কিন্তু বৃষ রাশির কিছু মানুষ সময়ের আগেই সফলতা পাওয়ার জন্য অনেক চেষ্টা করে এবং তা যখন হয় না এর জন্য মানসিক হতাশাগ্রস্ত হয়ে পরে, এঁরা জীবনে পরিশ্রম ও সংঘর্ষ করতে কখনও হার মানেনি তাই নতুন নতুন সমস্যা এঁদের  ঘিরে ধরলেও  কিছু হতাশা সৃষ্টি হয়েছে কিন্তু এরা কখনই থেমে যায়নি।

মন্তব্যসমূহ

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,

Astrologer Dr Prodyut Acharya, MA. M Phil. PhD. in asrtology gold medalist,
Online Astrology service and Palm reading, best Astrologer and palmist in india

অন্যান্য পোস্ট দেখতে এখানে ক্লিক করুন

আরও দেখান

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রধানমন্ত্রীর ডাকে প্রদীপ, মোমবাতি, জ্বালানোর সাথে উচ্চারণ করুন, সনাতনের আদি শব্দ "ওঁম"

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শিব পুজো করার আগে জেনে নিন শিবলিঙ্গ কি?

পৃষ্ঠাসমূহ