কেমন হয় বৃষ রাশির মানুষের স্বভাব

বৃষ রাশির মানুষের স্বভাব কেমন হয়


কেমন হয় বৃষ রাশির মানুষের স্বভাব

বৃষ রাশি


বৃষ রাশি রাশি চক্রের দ্বিতীয় রাশি, এই রাশির অধিপতি গ্রহ হল শুক্র,  দৈত্যাচার্জ শুক্র,  বৃষ রাশির প্রতীক চিহ্ন ষাঁড় তাই বৃষ রাশিতে জন্ম মানুষ শান্ত থাকলে খুবই নম্র ও ভদ্র থাকে,  যখন রেগে যাই তখন সাংঘাতিক রূপ ধারণ করে, তখন এদের সামলানো খুব মুশকিল হয়ে যায়।
 এ ছাড়াও শুক্র হল প্রেম প্রীতি ভালোবাসা ও সৌন্দর্যের কারক গ্রহ, তাই বৃষ রাশির মানুষের মধ্যে সৌন্দর্যের ভাব লক্ষ্য করা যায়, যেমন বৃষ রাশির মানুষ সু-বস্ত্রধারী, সুন্দর ব্যবহার, ও সঙ্গীতপ্রিয়,  শিল্পকলার দিকেও বিশেষ ঝোঁক থাকে, আরামপ্রিয় জীবনযাপন করার স্বপ্ন সব সময় এদের মধ্যে থাকে, যেমন  ভালো খাবার,  ভালো বাড়ি, ভালো গাড়ি, সমস্ত ভাল কিছু ভোগ করার বাসনা থাকে মনে।
এরা সব কথা মুখের উপরে বলে দেওয়ার সাহস রাখে, কোনও কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলে না, সোজাসাপটা বলে দেয়, এমনকি নিজের লাভ লোকসানের কথাও চিন্তা করেন না।
এরা চেষ্টা করে অন্যের সহযোগিতা যতটা সম্ভব কম নেওয়ার,  যদি কেউ এদের সমালোচনা করে, এরা বেশির ভাগ ক্ষেত্রে গুরুত্ব দেয় না, আর যদি কেউ ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে, তাঁকে উচিত শিক্ষা দেওয়ার সাহস রাখে, আবার এরা নিজের আত্মসম্মান বাঁচিয়ে রাখার জন্য অনেক ত্যাগ স্বীকার করে নিতে রাজি।
এরা নিজে ভালো থাকতে এবং অন্যদের ভাল রাখতে চেষ্টা করেন, কিন্তু যাঁদের জন্য করে,  তাঁদের মধ্যে কিছু লোকের সঙ্গে মতের অমিল দেখা যায়।  
এরা মাঝে মাঝে ভালো মানুষ মনে করে ভণ্ডদের জন্য দুঃখ করে, পরে তারাই এবার এদের বিরুদ্ধে চলে যায়, বিপরীত পরিস্থিতিকে সামলানোর ক্ষমতা এদের মধ্যে আছে কিন্তু ভালো মানুষ খুঁজতে গিয়ে জীবনে অনেক  মূল্যবান সময় নষ্ট করে।
এঁরা খুব বড় মনের মানুষ অনেকের উপকার করে তার মধ্যে কিছু ভুলেও যায় তাঁদের কাছ থেকে কী পাবে তা কখনো ভাবেরে, আপন মনে করা মানুষগুলো এঁদের সমালোচনা করে তখন এদের মানসিক কষ্ট হয় কিন্তু এরা চুপচাপ সহ্য করে নেয়। পারিবারিক ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক উপকারের বদলে উপকার ফিরে পায় না।
প্রতিটি রাশির মতো বৃষ রাশির তিনটি নক্ষত্র, এই আলাদা আলাদা নক্ষত্রে জন্ম মানুষ আলাদা আলাদা প্রকৃতির হয় বৃষ রাশির অধিপতি শুক্র, শুক্র আত্মবিশ্বাস ধরে রাখতে সাহায্য করে, কিন্তু রাশি চক্রে শুক্র যদি পীড়িত থাকে তাহলে আত্মবিশ্বাস কম হয়।
প্রিয় পাঠক বন্ধুরা জীবনের মহা সম্বল কি আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা ও আত্মসম্মান, যদি নিজের উপর বিশ্বাস থাকে তা হলে সময়ের সাথে সাথে সফলতা অ
বশ্যই এসে আপনার কাছে ধরা দেবে, কিন্তু বৃষ রাশির কিছু মানুষ সময়ের আগেই সফলতা পাওয়ার জন্য অনেক চেষ্টা করে এবং তা যখন হয় না এর জন্য মানসিক হতাশাগ্রস্ত হয়ে পরে, এঁরা জীবনে পরিশ্রম ও সংঘর্ষ করতে কখনও হার মানেনি তাই নতুন নতুন সমস্যা এঁদের  ঘিরে ধরলেও  কিছু হতাশা সৃষ্টি হয়েছে কিন্তু এরা কখনই থেমে যায়নি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভাদ্র মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

শ্রাবণ মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

হাতের আয়ু রেখা বিচার