আশ্বিন মাসে জন্ম হলে মানুষ কেমন হয়

আশ্বিন মাসে জন্ম হলে মানুষ কেমন প্রকৃতির হয় কন্যা রাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি, এই কন্যা রাশিতে যখন রবি প্রবেশ করে তখন আশ্বিন মাসের শুরু হয়| জন্ম সময় রবির অবস্থান অনুযায়ী মানুষের স্বভাব চরিত্র প্রকৃতি বৈশিষ্ট্য সহ ভাগ্য সম্পর্কে কিছুটা স্থূল ধারণা পাওয়া যায়| আশ্বিন মাসে যেসব জাতক-জাতিকাদের জন্ম তারা অত্যন্ত বিচার শক্তিসম্পন্ন ও বুদ্ধিমান হয়ে থাকে, এরা যেকোন ব্যাপারকে গভীরভাবে বোঝার ক্ষমতা রাখে, ব্যবসায়িক বুদ্ধি এদের মধ্যে অত্যন্ত প্রখর, এরা সব কাজের থেকেই লাভের দিকটা খুঁজে বার করার চেষ্টা করে| এরা ভাল সমালোচক হয় অন্যদের দোষ ত্রুটি খুব তাড়াতাড়ি এদের নজরে পড়ে, ঠিক তেমনি নিজের কোন দোষ ত্রুটি থাকলে তাও পরিবর্তন করার চেষ্টা করে এবং নিজেকে সৎ বানাবার মন-মানসিকতা এদের মধ্যে থাকে| এরা নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা সমস্ত ব্যাপার কে বিচার বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করে এবং তুলনা তুলনামূলক বিচার করতে এরা যথেষ্ঠ সক্ষম| এরা অত্যন্ত সতর্ক প্রকৃতির তাই এদের সহসা কোনো লস করতে হয় না| এরা কোন বিপদে পড়লে এদের উপস্থিত বুদ্ধি দ্বারা সেই বিপদ থেকে মুক্তি...